Breaking News
Home / Breaking News / কবিতার নাম- “কুয়াশার চাদর ”

কবিতার নাম- “কুয়াশার চাদর ”

কবিতার নাম- “কুয়াশার চাদর ”
মোস্তাক আহম্মেদ
তারিখ- ৩১/০৭/২০২১ ইং ।
স্বরবৃত্ত- ৪+৪+৪+২
চলরে ভাই দেখতে যে যাই,সে শিশির ঢাকা দিঘী
তার মাঝেতে জলের ফোঁটা
নাচে চিকমিকি ! ।
নীলকমলের পাতার উপর শিশির ফোঁটা মাতে
ভোরবেলার ওই রোদের ফলায়
রূপা জ্বলে তাতে ।।

মন ভুলানো রূপার দৃশ্য ঝলসে উঠে তোড়ে
শষ্যা ত্যাগে দেরি হলে,
দেখবে তারে ঘোরে ! |
জলের সঙ্গে করে খেলা,মনটা মাতাল করে
শিশির ফোঁটা হেসে বলে
আদর কর এসে ।।

ধবল বরণ কুয়াশা যে, ঢেকে রাখে তারে
তার উপরে শফেদ চাদর
মনটা যে মোর কাঁড়ে ।
সে জলেতে মায়ের হাসি খিলখিলিয়ে হাসে
মায়ের মুখের হাসির ঝলক
প্রাণের জরা নাশে ! ।।

প্রণয় চিত্তে কথা বলে, প্রাণটা উজার করে
পদ্মগাছের ডগায় তারা
ভুগে বিষম জ্বরে ।
ডালে ডালে রূপার ঝলক বাড়ায় নড়ে চড়ে
মনটা তখন তাদের সাথে
প্রেমের বাঁকে পড়ে ।।

হতাম যদি শিশির ফোঁটা মনটা নাচতো উড়ে
দেখতাম সেথায় মনের সাথী
নয়ন মেলে ধরে ।
ভাসতাম আমি পদ্ম হয়ে প্রণয়লীলা করে
উড়তাম সেথায় পবন নাওয়ে
চাদর সরে সরে ।।

Powered by themekiller.com