Breaking News
Home / Breaking News / ” আশায় আছি “

” আশায় আছি “

” আশায় আছি ”
– রিটন মোস্তফা

একদিন বদলে যাবে এই ধরণী
বদলে যাবে ভিতরের আতঙ্ক
জ্বলে উঠবে অন্তরে সজীব আলো।
রাস্তায় থাকবে না কোন নিষেধাজ্ঞা
থাকবে না মুখ ঢাকা কোন মুখোশে
হাত ধরে ধরে চলবে যুবক যুবতী
বৃদ্ধ লাঠিতে ভর দিয়ে হাঁটবে পার্কে
জীবনের ছাপে ছাপে হবে অঙ্কিত ধরণী
মোড়ে মোড়ে বসবে দামালের আড্ডা
চায়ের কাপে কাপে বাড়ন্ত উচ্ছ্বাস
ঢিল ছুড়ে কিশোর কিশোরী কাঁপাবে ঝিল
আকাশে দেখা যাবে রঙীন ঘুড়ি
প্রেমিকার জানালায় প্রেমিকের উঁকি
পথে পথে ভীড় ঠেলে ছুটবে আবার জীবন।

তখন ঠিক চলে যাব তোমার কাছে
হয়তো থাকবে জটা পাকা চুল
থাকবে মুখ ভরা অগোছাল দাড়ি
তবুও ভালোবাসা থাকবে ঠিক
চির চেনা সেই সে আগেরই মত।।

Powered by themekiller.com