Breaking News
Home / Breaking News / কচুয়ায় করোনা উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু শনাক্ত ৯ জন

কচুয়ায় করোনা উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু শনাক্ত ৯ জন

মফিজুল ইসলাম বাবুল, কচুয়াঃ
কচুয়ায় করোনা উপসর্গ নিয়ে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার গোহট দক্ষিণ ইউনিয়নের লক্ষীপুর গ্রামের দেলোয়ার হোসেনের স্ত্রী ফয়জুন্নেছা (৬০) করোনার উপসর্গ নিয়ে মৃত্যু বরণ করেন। তার মৃত্যুর আড়াই ঘণ্টাপর রাত ৮টার দিকে স্বামী দেলোয়ার হোসেন (৭৫) মৃত্যু বরণ করেন। পারিবারিক সুত্র জানান, গত কয়েকদিন ধরে তার বাবা-মা জ¦র, শাষকষ্টসহ বিভিন্ন রোগে ভূগে আসছিলেন। অপরদিকে শনিবার সকালে কড়ইয়া ইউনিয়নের পরানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম নৈশ প্রহরী সুমন পাটওয়ারী (৩৫) করোনার উপসর্গ নিয়ে মৃত্যু বরণ করেন। সে পরানপুর গ্রামের আবুল কাশেম মিয়ার ছেলে। সুমন পাটওয়ারীর পিতা আবুল কাশেম জানান, কয়েকদিন ধরে জর এবং শাষকষ্ট থাকায় শুক্রবার ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে সুমনকে ভর্তি করি। শনিবার সকাল সাড়ে ৯ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। ওই হাসপাতালে করোনার টেস্ট করানো হয়েছে। রিপোর্ট এখনো হাতে আসেনি। একইদিন বিকালে জানাযা শেষে তাঁর লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
শনিবার ২৪ (জুলাই) কচুয়ায় ৯ জনের করোনা শনাক্ত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্রে জানাগেছে, ৩৫জন করোনার নমুনা দিয়েছে। তন্মধ্যে ৯ জনের রিপোর্ট পজেটিভ। বাকী ২৬ জনের নমুনা পুনরায় পরীক্ষা করার জন্য চাঁদপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। করোনায় আক্রান্তরা হলেন- পলাশপুর গ্রামের বাচ্চু মিয়া (৭৫), উজান ছিনাইয়া গ্রামের লিলু রানী আশ্চার্য (৫৪), দক্ষিণ লক্ষীপুর গ্রামের ফখরুল ইসলাম (৪৫), সাদিপুরা গ্রামের নাজমা বেগম (৪০), ডুমুরিয়া গ্রামের দেলোয়ার হোসেন (৫৪), কাদলা গ্রামের রেজিয়া সুলতানা (২১), জুনাসার গ্রামের শাহপরান (৩২), মুরাদপুর গ্রামের শাহ জামান (৩৫) ও করইশ গ্রামের নাছির মেহবুব (২৭)।

Powered by themekiller.com