Breaking News
Home / Breaking News / কবিতাঃ সময়টা বড্ড বেহায়া

কবিতাঃ সময়টা বড্ড বেহায়া

কবিতাঃ সময়টা বড্ড বেহায়া
কলমেঃ এম. আর হারুন
——————–
প্রতিদান দিতে হবে নাগো
নদীর স্রোত আর সময় বলে,
কখন কার কি হয়ে যায়
ফিরবেনা যাবে চলে।

প্রতিনিয়ত মনের কোনায়
সংশয় আর না ফেরার বাসনা,
ঐ যে উত্তাল সমুদ্র তাড়া করে
ভেঙ্গে ভেঙ্গে দেয় যাতনা।

অপেক্ষার দ্বারপ্রান্তে অবুজ বালক
ঠায় দাড়িয়ে খরতাপে ঘামছে,
হঠাৎ মেঘ ঢেকে দিলো সুর্য
আচমকা বৃষ্টি নামছে।

সময়টা বড্ড বেহায়া মনে হলো
চারিপাশে আঁধার আর আঁধার,
যে যার প্রয়োজনে ছুটে যায়
একা আমি নির্লিপ্ত নির্বিকার।

সুযোগ বুজে কানামাছি খেলা
চোখে বাঁধা ছিলো গামছা,
অন্ধকারে হামাগুড়ি দেই বহুবার
দেখেছে ওরা তামাশা।

একা হবো আজ না হয় কাল
পৃথিবীর নিয়ম যেনো পরাধীন,
যে যাবার সেতো এমনিতেই যাবে
মিথ্যা অপবাদের নেই সমাধান।

দুরে গিয়ে যদি সুখী হয় মানুষ
থাকনা সুখের আনমনা দিন,
অভিমানের নকশা এঁকে দিওনা
ঝলমলের স্বপ্ন হোকনা রঙিন।
০৬/০৭/২০২১

Powered by themekiller.com