Breaking News
Home / Breaking News / পূর্বধলায় পানিবন্দি গুচ্ছগ্রামের ৩৫ পরিবার, চরম দুর্ভোগ

পূর্বধলায় পানিবন্দি গুচ্ছগ্রামের ৩৫ পরিবার, চরম দুর্ভোগ

নিউজ ডেস্কঃ
নেত্রকোনার পূর্বধলা উপজেলার আগিয়া ইউনিয়নের বালিয়া গ্রামে নির্মিত গুচ্ছগ্রামের ৩৫ পরিবার চার দিন ধরে পানিবন্দি রয়েছে। লকডাউনে কর্মহীন এসব পরিবার পায়নি কোনো ত্রাণ সহায়তা। ফলে চরম দুর্ভোগ পোহাচ্ছে এসব পরিবার।গুচ্ছগ্রামের নির্মিত ঘরের চারদিকসহ উঠানে হাঁটু পরিমাণ পানি। ঘর থেকে আঙিনায় বের হওয়ার মতো কোনো শুকনো জায়গা নেই। পানি সামান্য বাড়লেই ঘরে প্রবেশ করবে। পানির ঢেউয়ে ঘরের মাটির ভিত ভেঙে যাচ্ছে। ঘরের মেঝে সেঁতসেঁতে। নেই পর্যাপ্ত বিশুদ্ধ পানির ব্যবস্থা। টয়লেটের ব্যবস্থাও নাজুক। নেই বিদ্যুৎ সংযোগ। তাছাড়া লকডাউনে কর্মহীন হয়ে পড়েছে এসব পরিবারের লোকজন। তারা কোনো সহায়তা না পেয়ে কষ্টে রয়েছে। গুচ্ছগ্রামের কয়েকজন বাসিন্দা জানান, এমননিতেই জায়গাটি নিচু। ঘরের আঙিনায় মাটি কাটার কথা থাকলেও পর্যাপ্ত মাটি কাটা হয়নি। বর্ষা শুরু হতে না হতেই পুরো উঠোনে হাটু পানি উঠে গেছে। পাঁচটি টিউবওয়েলের সবগুলোই অকেজো। এমপি সাহেবের দেওয়া একটি টিউবওয়েলই ৩৫টি পরিবারের একমাত্র ভরসা। এটি দিয়ে সবগুলো পরিবারের খাবার পানি, গোসল ও দৈনন্দিন গৃহস্থালির কাজকর্ম চালানো খুব কষ্টসাধ্য। তাছাড়া টয়লেটগুলোও ব্যবহারের অনুপযোগী। রাহেলা ও অরুনাসহ কয়েকজন নারী জানান, ঘরের মেঝে সেঁতসেঁতে থাকায় চুলায় আগুন ধরে না। তাই রান্না করতে খুবই কষ্ট হয়।

Powered by themekiller.com