Breaking News
Home / Breaking News / কচুয়ায় লকডাউনের প্রথম দিনে আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর অভিযান

কচুয়ায় লকডাউনের প্রথম দিনে আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর অভিযান

মফিজুল ইসলাম বাবুল,কচুয়াঃ
কারোনা মহামারি বৃদ্ধি পাওয়ায় জনসাধারণকে রক্ষার লক্ষে সরকারের ঘোষিত সারাদেশে ১ সপ্তাহর লকডাউনের বৃহস্পতিবার (১ জুলাই) প্রথম দিনে চাঁদপুরের কচুয়া উপজেলার রহিমানগরসহ বিভিন্ন হাট-বাজারে কচুয়া উপজেলা প্রশাসনের নির্বাহী অফিসার দীপায়ন দাশ শুভ”র নেতৃত্বে আইন শৃঙ্খলা বাহিনীর কড়া অভিযান পরিচালিত হয়েছে। এসময় বিধি নিষেধের আওতায়ভুক্ত কয়েকটি দোকানপাট খোলা থাকায় জরিমানা করা হয়েছে। রহিমানগর বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির আহবায়ক ও কড়ইয়া ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতীক প্রত্যাশী আলহাজ্ব আব্দুস সালাম সওদাগরের সার্বিক সহযোগিতায় অভিযান চলাকালে উপস্থিত ছিলেন, কচুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একি মিত্র চাকমা, গোহট দক্ষিণ ইউপি চেয়ারম্যান শাহরিয়া শাহীন, গোহট উত্তর ইউপি চেয়ারম্যান কবির হোসেন, প্যানেল চেয়ারম্যান বিল্লাল হোসেন, ইউপি সদস্য শহিদুল ইসলাম খাঁজা, তাজুল ইসলাম ও বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সিনিয়র যুগ্ম-আহবায়ক বাবু সঞ্জিত সরকার, কচুয়া থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যবৃন্দ। এদিকে নিয়ম বিধির আওতায় বড় বড় হাট-বাজারের দোকানপাট বন্ধ এবং সড়কে দু”একটি সিএনজি চললেও প্রায় জনশূন্য

Powered by themekiller.com