Breaking News
Home / Breaking News / হাইমচরের সাবেক ইউএনও ফেরদৌসী বেগম করোনায় আক্রান্ত

হাইমচরের সাবেক ইউএনও ফেরদৌসী বেগম করোনায় আক্রান্ত

মোঃ হোসেন গাজী।।

হাইমচর উপজেলার সাবেক ইউএনও বর্তমান ফেনীর ফুলগাজী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফেরদৌসী বেগমের করোনা পজিটিভ বলে জানা গেছে।

১৮ জুন (শুক্রবার) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হতে প্রেরিত করোনা পরীক্ষার ফলাফলে নিশ্চিত হয়ে এ তথ্য জানান ইউএনও ফেরদৌসী বেগম।

গত ১৬ জুন (বুধবার) ইউএনও ফেরদৌসী বেগমের জ্বর, সর্দি, কাশিসহ অন্যান্য উপসর্গ দেখা দিলে করোনা পরীক্ষার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নমুনা সংগ্রহ করে।
এদিকে দুই সন্তানের জননী ফুলগাজী উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌসী বেগমের স্বামী ঢাকায় কর্মরত কাস্টমসের রাজস্ব কর্মকর্তা বেলাল উদ্দিনও করোনায় আক্রান্ত।

বর্তমানে ইউএনও স্বামীসহ ফুলগাজীতে সরকারী বাসভবনে রয়েছেন। তিনি (ইউএনও) আশু রোগমুক্তি কামনায় দোয়া চেয়ে সকলের প্রতি স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান।

উল্লেখ্য, ইউএনও ফেরদৌসী বেগম এ বৎসর ১০ জানুয়ারী হাইমচর উপজেলা হতে বদলী হয়ে ফেনীর ফুলগাজী উপজেলায় যোগদান করেন।

Powered by themekiller.com