Breaking News
Home / Breaking News / প্রবীণ রাজনৈতিক বিদ আলহাজ্ব জব্বার পাটওয়ারী আর নেই। তাঁর মৃত্যুতে বিভিন্ন মহলের শোক।

প্রবীণ রাজনৈতিক বিদ আলহাজ্ব জব্বার পাটওয়ারী আর নেই। তাঁর মৃত্যুতে বিভিন্ন মহলের শোক।

মোঃ হোসেন গাজী।।

চাঁদপুর সদর উপজেলা ১২ নং চান্দ্রা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও ইউনিয়ন কমিউনিটি পুলিশং এর সাধারণ সম্পাদক এবং চান্দ্রা বাজার নূরীয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার ম্যানেজিং কমিটির অবিভাবক সদস্য আলহাজ্ব মোঃ জব্বার হোসেন পাটওয়ারী (৭২) আর নেই। বৃহস্পতিবার রাত ৩.৫০ মিনিট অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল নেওয়ার পথে মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর । আলহাজ্ব জব্বার হোসেন পাটওয়ারীর স্ত্রী ১ পুত্র. দুই কন্যা সহ অসংখ্য আত্নীয় স্বজন ও গুণগ্রাহী রেখেগেছেন। এদিকে জব্বার হোসেন পাটওয়ারীর মৃত্যুর খবর শুনে চারদিকে ছড়িয়ে পরলে চাঁদপুর সদর উপজেলা ১২ নং চান্দ্রা ইউনিয়নের ১ নং ওয়ার্ড বাখরপুর সহ মরহুমের নিজ এলাকায় বিভিন্ন মহলের মাঝে শোকের ছায়া নেমে আসে। তর মৃত্যুতে শোক প্রকাশ করেন ১২ নং চান্দ্রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খান জাহান আলী কালু পাটোয়ারী, চাঁদপুর সদর উপজেলা কমিউনিটি পুলিশং এর সভাপতি সালাউদ্দিন জিন্নাহ, এস আই রফিকুল ইসলাম, চান্দ্রা বাজার নূরীয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসারা অধ্যক্ষ এটিএম মোস্তফা হামিদী, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও ইউনিয়ন কমিউনিটি পুলিশং এর সহ-সভাপতি, চান্দ্রা বাজার ইয়াকুব আলী স্মারক উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য জনাব মোঃ আবু ইউসুফ শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর বাশার খন্দকার, তাফাজ্জল হোসেন খান, সাংগঠনিক সম্পাদক মুকুট চৌধুরী,
স্বপন পাটওয়ারী, ইউনিয়ন যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সালাহ উদ্দিন মিয়া (বাবু), ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাকসুদ উল্লাহ, মোঃ আকবর হোসেন পাটওয়ারী। অপরদিকে আজ ১৮ জুন জুম্মার নামাযের পর ১ নং ওয়ার্ড বাখরপুর গ্রামে মরহুমের নিজ বাড়ির সম্মুখে ঐতিহাসিক পাটওয়ারী বাড়ির জামে মসজিদের ঈদগাঁ ময়দানে জানাজা নামাযের পর মরহুমকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জনাজায় উপস্থিত হয়ে মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন ১২ নং চান্দ্রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খান জাহান আলী কালু পাটোয়ারী সহ জানাযায় অংশ নেয়, এলাকার সর্বস্তের ধর্মপ্রাণ মুসলিম জনতা। মরহুমের জানাজার নামাযের ইমামতি করেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ মাওলানা জয়নাল আবেদীন।

Powered by themekiller.com