Breaking News
Home / Breaking News / ধর্ষণের চেষ্টায় অভিযোগ! থানায় দায়ের, নেতার নেতৃত্বে শালিশী বৈঠকের আয়োজন চলমান

ধর্ষণের চেষ্টায় অভিযোগ! থানায় দায়ের, নেতার নেতৃত্বে শালিশী বৈঠকের আয়োজন চলমান

জামালপুর প্রতিনিধি:—

জামালপুর সদর উপজেলার ১৫নং রশিদপুর ইউনিয়নের পাকুল্লা গ্রামের দরিদ্র স্বপন মিয়ার স্ত্রী (২৩) নামের এক গৃহবধূ কে জোর পূর্বক ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে।

গত ৭জুন সোমবার রাতে বাড়ির পাশে ওই গৃহবধূ কে একা পেয়ে, জোর পূর্বক ধর্ষণ করার চেষ্টা করে, স্থানীয় পাকুল্লা গ্রামের খোরশেদ আলমের ছেলে, অনার্স পড়ুয়া ছাত্র নাজমুল হোসেন নাফেল (২৫)।

অভিযোগ সূত্রে জানাযায়, গৃহবধূ গত ৭-জুন সোমবার রাত ৮টা ৩০ মিনিটের সময় এশার নামাজের জন্য অজু করবে, এমন সময় পিছন থেকে ওই লম্পট কলেজ পড়ুয়া ছাত্র, নাজমুল হোসেন নাফেল, তাকে জোরপূর্বক জড়িয়ে ধরে, ধর্ষণের চেষ্টা চালায়। গৃহবধূর ডাক চিৎকারে আশে-পাশের লোকজন ছুটে আসলে লম্পট নাফেল পালিয়ে যায়।

এলাকাবাসী সূত্রে জানা যায়, নাজমুল হাসান নাফেল এর আগেও নাকি বেশ কিছু মেয়ের সাথে খারাপ আচরণ করলেও অদৃশ্য শক্তির জোরে, বার বার রেহায় পায়। এলাকায় তার এসব অপকর্ম প্রচলিত থাকলেও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি কখনো।

ঘটনার পরের দিন ৮-জুন সকালে ওই গৃহবধূ নারায়ণপুর তদন্ত কেন্দ্রে নাজমুল হাসান কে আসামী করে একটি অভিযোগ দায়ের করেন।

ঘটনার এক সপ্তাহ অতিবাহিত হয়ে গেলেও এখন পর্যন্ত পুলিশ আসামী নাফেল কে গ্রেফতার করতে সক্ষম হয়নি।

এ ঘটনায় বেশ কিছু দিন অতিবাহিত হওয়ায়, গত ১২জুন শনিবার সকালে এলাকার গ্রাম্য শালিসের মাধ্যমে টাকার বিনিময়ে মিমাংসার চেষ্টা করে, স্থানীয় একশ্রেনীর প্রভাবশালী মহল। এ সময় উঠে আসে, একটি রাজনৈতিক দলের ইউনিয়ন সাধারন সম্পাদক ফারুক আহমেদ বিএসসিসহ বেশ কয়জনের নাম।

এ বিষয়ে মামলাটির তদন্তকারী কর্মকর্তা নারায়নপুর তদন্ত কেন্দ্রের উপ-পুলিশ পরিদর্শক মোঃ এনামুল হক জানান, মামলাটির প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে এবং আসামীকে গ্রেপ্তারের প্রক্রিয়া চলমান রয়েছে।

অভিযোগ কারী ওই দরিদ্র নারী জানান- আমি সুষ্ঠ বিচারের আশায়, থানায় গিয়ে অভিযোগ করেছি। গ্রাম্য মাতাব্বরা শালিসীর বৈঠকের আশ্বাস দিয়ে যাচ্ছে। এখন পর্যন্ত শালিস বসেনি। স্থানীয় মাতাব্বরা শালিস না হওয়া পর্যন্ত চুপ থাকার জন্য, আমার পরিবারকে জানিয়েছে দিয়েছে। আমি উক্ত ঘটনার সঠিক বিচারের দাবী করছি।

অপর দিকে স্থানীয় সচেতন মহল মনে করেন, অভিযুক্ত নাজমুল সাথে মাতাব্বরদের অর্থনৈতিক ধর কষাকষি চলমান থাকায়, এখন পর্যন্ত শালিশ বসছে না। মাতাব্বরদের চাহিদার সু-ব্যবস্থা করতে পারলেই, সাজানো শালিসের ব্যবস্থা করবে তারা। স্থানীয় সচেতন মহল উক্ত ঘটনায়, অইনের মাধ্যমে সু-বিচার কামনা করেন।

Powered by themekiller.com