Breaking News
Home / Breaking News / মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: কাজী মিজানুর রহমান

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: কাজী মিজানুর রহমান

ফারুক হোসেন ::
মাদকের মরণ নেশায় যুব সমাজ ধ্বংসের পথে ধাবিত হচ্ছে। ‘মাদক সমাজকে নানাভাবে কলুষিত করে বিভিন্ন সংকটের জন্ম দিচ্ছে। তাই মাদকের বিরুদ্ধে স্হানীয় ভাবে সবাই ঐক্যবদ্ধ ভাবে গণআন্দোলন গড়ে তুলতে হবে।’
শুক্রবার বি‌কে‌লে মতলব উত্তরের মোহনপুর ইউনিয়ন যুবলীগের আয়োজিত মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্য কেন্দ্রিয় আওয়ামী প্রচারলীগের প্রেসিডিয়াম সদস্য, বিশিষ্ট শিল্পপতি ও মোহনপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী কাজী মিজানুর রহমান এসব কথা ব‌লেন।

কাজী মিজান বলেন, স্থানীয় জনপ্রতিনিধি ও শি‌ক্ষিত সমা‌জ যদি প্রতিটি ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন, তবে যুবসমাজকে মাদ‌কের হাত থে‌কে রক্ষা করা সম্ভব। শুধু সরকারই নয়, সব স্তরে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে।’

সবাইকে দে‌শের কল্যা‌ণে কাজ করার আহ্বান জা‌নি‌য়ে কাজী মিজানুর রহমান ব‌লেন, ‘আওয়ামী লীগ দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। যতবারই আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে, ততবারই দেশের উন্নয়নে ভূমিকা রেখেছে।

অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন
উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি রাধে শ্যাম সাহা চান্দু,মোহনপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি আঃ হাই প্রধান, সাধারন সম্পাদক হুমায়ন হাওলদার
উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক কাজী শরীফ, যুবলীগ নেতা কাজী হাবিবুর রহমান, ইউনিয়ন যুবলীগের সভাপতি বিল্লাল হোসেন তপাদার,সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জয়, সাংগঠনিক সম্পাদক কাজী মতিন সহ আওয়ামীলীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Powered by themekiller.com