Breaking News
Home / Breaking News / কচুয়ায় দিন ব্যাপী কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

কচুয়ায় দিন ব্যাপী কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

মফিজুল ইসলাম বাবুল,কচুয়াঃ
সরকার কৃষিক্ষেত্র আরো সাফল্য অর্জনের লক্ষে ২০২০/২১ অর্থবছরে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় কচুয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার (২৭মে) দিন ব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। কন্দাল ফসল বলতে মাটির নিছে যে সকল আলু, কচু, লতিকচু ও ফলের আম, কুল বৃক্ষ রোপনেসহ অন্যান্য ফসলে কি পরিমান সার জৈব পদার্থ দিলে উৎপাদন লাভ জনক হয় বিষয়ে গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ প্রদান করেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সোফায়েল হোসেন,কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃজাহাঙ্গীরুল আলম(লিটন),সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবদুল রাজ্জাক ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা শিবু লাল সাহা। প্রশিক্ষণে অংশগ্রহণ করেন, ৬০ জন কৃষক এবং প্রত্যেককে নাস্তা,দুপুরের খাবার এবং প্রশিক্ষণ শেষে ৬”শ ৫০ টাকা করে প্রদান করেন।

Powered by themekiller.com