Breaking News
Home / Breaking News / চাঁদপুর জেলা এসএসসি ৯৮ ব্যাচের বন্ধুদের মেঘনা ডাকাতিয়ায় নৌকা ভবন

চাঁদপুর জেলা এসএসসি ৯৮ ব্যাচের বন্ধুদের মেঘনা ডাকাতিয়ায় নৌকা ভবন

ষ্টাফ রির্পোটারঃ
চাঁদপুর জেলা এসএসসি ৯৮ ব্যাচের বন্ধুরা একত্রিত হয়ে মেঘনা ও ডাকাতিয়া নদীতে নৌকা ভবন করেছেন।
ঈদুল ফিতর উপলক্ষে প্রাক্তন ছাত্ররা একত্রিত হয়ে ঐক্যবদ্ধভাবে এই নৌকা ভবনে অংশগ্রহণ করেন।
রবিবার বিকেলে চাঁদপুর প্রেসক্লাব ঘাট থেকে ৯৮ ব্যাচের সকলে একত্রিত হয়ে স্টিল বডি ট্রলারযোগে নৌকা ভবন করেন।
এ সময় তারা মেঘনা ও ডাকাতিয়া নদীর উল্লেখযোগ্য স্থান গুলি প্রদক্ষিণ করে অবশেষে নৌকা ভবনের সমাপ্তি করেন।
ঈদুল ফিতর উপলক্ষে সকল বন্ধুরা একত্রিত হয়ে নিজেদের মধ্যে কৌশল বিনিময় ও বন্ধুত্বের বন্ধন সৃষ্টি করেন।
এসএসসি ৯৮ ব্যাচ একটি শক্তিশালী সংগঠন হিসেবে রূপান্তরিত হয়েছে। তারা মানবতার সেবায় নিয়োজিত হয়ে অসহায় দুস্থ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ আর্থিক সহায়তা ও ঈদ সামগ্রী বিতরণ করেছেন।
এছাড়া এসএসসি ৯৮ ব্যাচের সমাজ কল্যাণ সংস্থা নামের একটি সংগঠন রয়েছে। এই সংগঠনে প্রাক্তন ছাত্ররা তাদের নিজেদের তহবিল থেকে অনুদান দিয়ে এতিম দুস্থ ও হতদরিদ্র পরিবারের সার্বিক সহযোগিতা করছে। এছাড়া চাঁদপুর শহরে রসুইঘর চাইনিজ ও পার্টি সেন্টারে এতিমদের নিয়ে রমজানের শেষ রোজায় ইফতার ও দোয়ার আয়োজন করেন। তাদের এই ব্যতিক্রমী ও প্রশংসনীয় উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সকলে।
চাঁদপুর জেলা এসএসসি ৯৮ ব্যাচ মানবতার সেবায় নিয়োজিত রয়েছে। তারা এক ও অভিন্ন হয়ে একে অপরের সুখ-দুঃখের সাথী কাজ করবে বলে অভিমত ব্যক্ত করেন সংগঠনের নেতৃবৃন্দরা।

Powered by themekiller.com