Breaking News
Home / Breaking News / চাঁদপুর হানারচর ইউনিয়নে ২২৮৪ জেলেদের মাঝে চাউল বিতরণ

চাঁদপুর হানারচর ইউনিয়নে ২২৮৪ জেলেদের মাঝে চাউল বিতরণ

মোঃ হোসেন গাজী।।

চাঁদপুর সদর উপজেলার ১৩ নং ‌হানারচর ইউনিয়নে জেলেদের মাঝে চতুর্থ কৃতির চাউল বিতরণ।
সোমবার (১০ মে) সকালে ১৩ নং হানারচর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে জেলেদের মাঝে এই চাউল বিতরণ করেন ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী আব্দুল ছাত্তার রাড়ী।
এদিনই এই ইউনিয়নের ২২৮৪ জন জেলের মাঝে ৯১.৩৬০ টন চাউল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা, ইউপি সচিব মোহাম্মদ কুদ্দুস আখন্দ রোকন,ট্যাগ অফিসার সদর উপজেলা প্রশাসনের কর্মকর্তা আনিসুর রহমান, মহিলা মেম্বার খুরশিদা বেগম প্রমুখ।
১৩ নং হানারচর ইউনিয়নের ২৩৯৭ জন জেলের মধ্যে ২২৮৪ জন জেলের চাউল বরাদ্দ আসার কারণে জেলেদের সমান হারে বন্টন করে দেওয়া হয়েছে।
ইউপি চেয়ারম্যান হাজী আব্দুল ছাত্তার রাড়ী জানান, অভয়াশ্রম চলাকালীন সময়ে জেলেদের বরাদ্দকৃত জাটকার চাউল সমান হারে বন্টন করে দেওয়া হয়েছে।
সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম নাজিম দেওয়ানের নির্দেশে ইউপি সচিব, ট্যাগ অফিসার ও সাংবাদিকদের উপস্থিতিতে জেলেদের চাল দেওয়া হয়। করোলা কালীন সময়ে স্বাস্থ্যবিধি মেনে সকাল থেকেই শৃঙ্খলা ভাবে জেলেদের জাল দেওয়া হয়েছে।

Powered by themekiller.com