Breaking News
Home / Breaking News / হরিনায় নৌ-পুলিশের বিশেষ ঝটিকা অভিযানে ১ কোটি ২ লক্ষ মিটার কারেন্ট জাল- নৌকা সহ ৬ জেলে আটক।

হরিনায় নৌ-পুলিশের বিশেষ ঝটিকা অভিযানে ১ কোটি ২ লক্ষ মিটার কারেন্ট জাল- নৌকা সহ ৬ জেলে আটক।

মোঃ হোসেন গাজী।।

চাঁদপুর সদর উপজেলার ১৩ নং হানারচর ইউনিয়নের হরিনা নৌ- পুলিশ ফাঁড়ির বিশেষ ঝটিকা অভিযানে ১ কোটি ২ লক্ষ মিটার কারেন্ট জাল ও একটি নৌকা সহ ৬ জেলেকে আটক করা হয়েছে।
হরিনার নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই গোলাম মোহাম্মদ নাসিম হোসেন-এর নেতৃত্বে চাঁদপুর সদর উপজেলার ১০ নং লক্ষীপুর মডেল ইউনিয়নের লক্ষীপুর ঘাট থেকে ঝাটকা ইলিশ নিধনকালে বিশেষ অভিযানকালে ১ কোটি ২ লক্ষ মিটার কারেন্ট জাল ও একটি নৌকা সহ ৬ জেলে আটক করেছে হরিনা নৌ- পুলিশ ফাঁড়ির পুলিশ সদস্যগন।
ফাঁড়ির ইনচার্জ গোলাম মোহাম্মদ নাসিম হোসেনের সাহসীকতার আলোকে ও তার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে বহরিয়া লক্ষিপুর মেঘনা নদীতে সফল ঝটিকা অভিযান পরিচানায় এযাবৎ কালের সবচেয়ে আলোচিত অভিযান তিনি পরিচালনা করতে সক্ষম হন।
২৬ এপ্রিল সোমবার বিকাল থেকে এঅভিযান শুরু হয়। অভিযান শেষে চাঁদপুর অঞ্চলের নৌ- পুলিশ সুপার কামরুজ্জামান ও মৎস্য কর্মকর্তার নির্দেশ মোতাবেক হরিনা নৌ- পুলিশ ফাঁড়ি সম্মুখের মাঠে জব্দকৃত ১ কোটি ২ লক্ষ মিটার অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে দেওয়া হয়।

এদিকে আটককৃত ৬ আসামীর বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় মৎস্য আইনে মামলা রুজু পক্রিয়াধীন রয়েছে বলে জানাযায়।

Powered by themekiller.com