Breaking News
Home / Breaking News / গোপালপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে জাতীয় শোক দিবস পালিত

গোপালপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে জাতীয় শোক দিবস পালিত

নিপুন জাকারিয়া:—

জামালপুর সদর উপজেলার ঘোড়াধাপ ইউনিয়নের ঝাওলা গোপালপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে জাতীর পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে।

রবিবার দুপুরে ঝাওলা গোপালপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় শোক দিবস উপলক্ষে শোক সভা ও দোয়াঁ মাহফিলের আয়োজন করা হয়। ঝাওলা গোপালপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি আব্দুর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য আলহাজ ইঞ্জিনিয়ার মো. মোজাফফর হোসেন।

বাঁশচড়া ইউনিয়নের আইন বিষয়ক সম্পাদক মাহামুদুল হাসান বাচ্চুর সঞ্চলনায় অনুষ্ঠিত শোক সভায় বিশেয় অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর উপজেলার চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কাশেম খোকা, ঘোড়াধাপ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফজলুল হক, সাধারন সম্পাদক মতিউর রহমান, বাশঁচড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবুল খায়ের খোকা, নরুন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাজমুল হক, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শারাফত আলীসহ অনেকে।

এসময় ইউনিয়ন যুবলীগ নেতা আনছার আলীসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ, কৃষকলীগসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

শোক সভায় প্রধান অতিথি তার বক্তব্য বলেন, আগস্ট মাস শোকের মাস, এ মাস থেকে শপথ নিয়ে, আগামীতে সকল বেধাবেদ ভুলে সকলকে এক হয়ে দেশকে এগিয়ে নিতে হবে।

Powered by themekiller.com