Breaking News
Home / Breaking News / চাঁদপুরে মাতৃভাষা দিবসে চান্দ্রায় সিনিয়র-জুনিয়র ফুটবল টুর্নামেন্ট

চাঁদপুরে মাতৃভাষা দিবসে চান্দ্রায় সিনিয়র-জুনিয়র ফুটবল টুর্নামেন্ট

ষ্টাফ রির্পোটারঃ
অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চাঁদপুর সদর উপজেলা ১২ নং চান্দ্রা ইউনিয়নের দক্ষিণ বালিয়া সিনিয়র ও জুনিয়রদের মাঝে ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ২১ ফেব্রুয়ারি বিকেলে ১২ নং চান্দ্রা ইউনিয়ন ৭ নং ওয়ার্ড দক্ষিণ বালিয়া জব্বর ঢালী দোকান সংলগ্ন বালুর মাঠে মিনি ফুটবল টুর্নামেন্ট খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

মিনি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করেন, ৭নং ওয়ার্ড ইউপি সদস্য জাহাঙ্গীর খান ও আওয়ামীলীগ নেতা সমাজ সেবক মোঃ নাছির মাঝি।

টুর্নামেন্টে চান্দ্রা ইউনিয়ন ৭ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আবু জাফর খানের আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা আওয়ামীলীগের ত্রান ও সমাজ কল্যান সম্পাদক মোঃ মোক্তার মিজি,১২ নং চান্দ্রা ইউনিয়ন যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ সালাহ উদ্দিন মিয়া (বাবু), ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ ফাহিমুল ইসলাম (শশী), ইউনিয়ন যুবলীগের সদস্য মোঃ জহির মিজি, আওয়ামী লীগ নেতা হাছান উকিল,ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আবু সুফিয়ান বেপারী,দেলু মেম্বার, হান্নান ছৈয়াল।
ফুটবল টুর্ণামেন্টে রেফারির দায়িত্ব পালন করেন, রুবেল হোসেন ও ইমাম হোসেন।
টানটান উত্তেজনার মধ্য দিয়ে অবশেষে ফুটবল টুর্ণামেন্টে ট্রাইবেকারের মাধ্যমে জুনিয়র দল দুটি এক গোলে সিনিয়র দলকে পরাজিত করে।

টুর্নামেন্টে খেলা শেষে বিজয়ী জুনিয়র দলের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথিবৃন্দরা।
মিনি ফুটবল টুর্নামেন্ট খেলার সহযোগিতায় ছিলেন সোহেল শেখ, ঈমান হোসেন গাজী, নজরুল ইসলাম গাজী,সুজন পাটোয়ারী।

Powered by themekiller.com