Breaking News
Home / Breaking News / লক্ষ্মীপুরে সন্ত্রাসী হামলায় আহত ২

লক্ষ্মীপুরে সন্ত্রাসী হামলায় আহত ২

লক্ষীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুর পৌর এলাকার ১৫নং ওয়ার্ডে জমি নিয়ে বিরোধ এর জের ধরে দু’জন আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করে। আহতরা হলেন-বিউটি আক্তার (২৫), সুমি আক্তার (২২)। স্থানীয়রা জানান, মৃত ইউসুফ এর পরিবারের সদস্যদের সাথে খোকনের পরিবারের সদস্যদের দীর্ঘদিন যাবত জমি নিয়ে বিরোধ চলে আসছে। তারই জের ধরে কবির বাড়ির ইসমাইল এর নেতৃত্বে কয়েকজন সন্ত্রাসী তাদের উপরে হামলা করে। হামলায় তারা গুরুতর আহত হয়। এ বিষয়ে আহতরা আজ মঙ্গবার দুপুরে সাংবাদিকদেরকে জানান, ইসমাইল, রাসেল, ইউসুফ, রিয়াজ, খোকন সহ কয়েকজন সন্ত্রাসী তাদের পরিবারের সদস্যদের উপর হামলা করে ও জমি দখল করে ঘর নির্মাণ করে। ঘটনাটি নিয়ে খোকনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমার জমিতে আমি ঘর নির্মাণ করি। তারা বাধা দিয়েছে তাই মারধর করেছি। এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হোসেন জানান, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

error: Content is protected !!

Powered by themekiller.com