Breaking News
Home / Breaking News / কবি ও কলামিস্ট আব্দুল্লাহ আল মামুন রিটন এর কবিতা “মলিন সুখ “

কবি ও কলামিস্ট আব্দুল্লাহ আল মামুন রিটন এর কবিতা “মলিন সুখ “

” মলিন সুখ ”
– রি | ট | ন

যদি জানতে, যদি দেখতে পাতা উলটে
সময়ের পলিমাখা পুরাতন ডাইরিটা মেলে!
দেখতে, সেখানেও এখনও ঝাপসা সুখ
দেখতে, সেখানেও শব্দেরা এখনও খেলে।

নদী হতে চেয়ে মিশে গেছে ধূসর অতীত
ক্লান্ত পথে রেখে গেছে কিছু দগদগে ঘা
ভুল পথে দীর্ঘশ্বাসের ঢেউ গুলো মরু খাঁজ
তবুও অস্তিত্ব জেগে আছে, থেমেছে শুধু পা।

পথিকেরে কাছে ডেকে যদি বসতে দিতে
যদি বলতে দিতে একটু কাছে, ঘনিষ্ঠ হয়ে
সেও বলতো,ফেলে আসা সর্ষে ফুলের গল্প
দেখা হয়েছিল তার সাথে, তুমি ভুলেছ যাকে।

সময়ের ধ্বংস্তুপ সরিয়ে যদি একবার দেখতে
সেখানেও এখনও লড়ছে জীবন, মন, চোখ,
সেখানেও এখনও মাথা তুলতে চায়- পঙ্গু
যে হীরক জন্মে ছিল জন্মান্তরের প্রতিশ্রুতে।

Powered by themekiller.com