মোহাম্মদ সিন্টুঃ
গত ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সবুজ বিদ্যাপীঠ স্কুল এন্ড কলেজ কর্তৃক আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশনের জনপ্রিয় কাউন্সিলর এবং সবুজ বিদ্যাপীঠ স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি হাজী আবুল কালাম অনু। প্রধান অতিথি বলেন, আমরা জয়ের প্রচেষ্টা করে যাবো, আজকে যারা পরাজিত হয়েছে আগামীতে তারা জয় নিশ্চিত করার অঙ্গিকার নিতে হবে। বঙ্গবন্ধুর বাংলাদেশ এখন আর পিছিয়ে নেই, প্রধানমন্ত্রীর আন্তরিকতায় দেশ আজ এগিয়ে চলেছে, কোনো যড়যন্ত্র প্রধানমন্ত্রীর স্বপ্ন বিলীন করতে পারবে না। তিনি আরো বলে, আমাদের দেশে দারিদ্র্যের সংখ্যা কমে আসছে, আমরা এখন একটি উন্নত রাষ্টে বসবাস করছি, ডিজিটাল বাংলাদেশ গড়ার পড়েই এখন প্রধানমন্ত্রীর আন্তরিকতায় এ দেশ একটি স্মাট বাংলাদেশে রূপান্তরিত হবে। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক অধ্যক্ষ শেখ কাওছার আহমেদ, চীফ ইনচার্জ ও শিফট ইনচার্জগন, সম্মানিত শিক্ষকবৃন্দ, অভিভাবক ও শিক্ষর্থীবৃন্দ।
