Breaking News
Home / Breaking News / কবি সারমিন জাহান মিতুর কবিতা “জীবন অন্বেষণে”

কবি সারমিন জাহান মিতুর কবিতা “জীবন অন্বেষণে”

জীবন অন্বেষণে

সারমিন জাহান মিতু

২২-৩-২০২৩

শ্বেত বরফে আচ্ছাদিত চোখের পাতা ছুঁয়ে দেখেছো কি কখনো-
ওখানে মৃত্যুর খেলা চলে রোজ,

ভেজা পাতায় স্বপ্নের স্বর্গ পড়ে আছে অজানায়।

জীবন কি যদি জানা যেতো – তবে শাল-পিয়ালের বনে বসন্ত উৎসবে মৌন মল্লিকা হতো মন,

জানি না জীবন কি- জান কি তুমি সহস্র বছর আগে কবিতায় অথবা গানে।

কলম- কাগজের ভাঁজে ভাঁজে কত কথা যুগে যুগে বলেছিল তারা – প্রেম স্বর্গ সুধা কখনো ক্ষুধার্ত চিৎকার, পঁচন ধরা মানবতা,

কিন্তু জীবন কি কোথা হতে আসে সে- কোথায় পরিণতি কি’বা ঈশ্বর অন্বেষণে ঘুমন্ত কবর বলেনি সে কথা কেউ।

জোয়ার -ভাটার ছলে জীবনের আসা – যাওয়া তবে কেন মায়া – মততার গোলকধাঁধা,

খুঁজে ফিরি রোজ মনের অবগুণ্ঠনে – জীবন অথবা ঈশ্বর।

খোঁজ কি তুমি – তোমার – পেয়েছো কি তাকে কবির কলমে – নক্ষত্র মিছিলে,, অভুক্ত মানুষের চিৎকারে জীবন কাকে বলে,

অথবা গৃহস্থ পাড়ার বউয়ের ঠোঁটের হাসির আড়ালে ধামাচাপা পড়ে থাকা কষ্টের বিবর্ণতায়-
তবে জীবন অন্বেষণে উত্তর রেখে যেও তোমাদের কলমে।

Powered by themekiller.com