মফিজুল ইসলাম বাবুল,কচুয়া:
তথ্য আপা ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (দ্বিতীয় পর্যায়ে) বিশেষ উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে যোগদান করেছেন-সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি। সোমবার (২০ মার্চ) চাঁদপুরের কচুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে এ উঠান বৈঠকে উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হাসানের সভাপতিত্বে ও তথ্য সেবা কর্মকর্তা রুবিয়ারা খাতুন এবং আইসিটি অধিদপ্তর সহকারি প্রোগ্রামার মো: মোশারফ হোসেনের যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন-এ স্বরাষ্ট্রমন্ত্রী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন-উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান শিশির, চাঁদপুর জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জি. একে এম আব্দুল মোতালেব, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সুলতানা খানম, পৌর মেয়র নাজমুল আলম স্বপন, পৌর আওয়ামীলীগের সভাপতি আক্তার হোসেন সোহেল ভুইয়া, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আলমগীর তালুকদার প্রমুখ।
