Breaking News
Home / Breaking News / কবি লাজু চৌধুরীর কবিতা “তুমি আমাকে ডেকে ছিলে”

কবি লাজু চৌধুরীর কবিতা “তুমি আমাকে ডেকে ছিলে”

তুমি আমাকে ডেকে ছিলে
লাজু চৌধুরী

অনেকটা পথ পেরিয়ে অনেকগুলো সেকেন্ড মিনিট ঘণ্টা
অতিক্রম করে তোমার দরজার পাশে এসে দাঁড়িয়েছি।
আমি তোমাকে ছেড়ে দিয়ে অনেকটা ডুব দিয়েছিলাম।
শৈশব কৈশোর যৌবন, জীবনের সমস্ত আয়োজন তোমাকে
ঘিরে সব কিছু নির্দ্বিধায় আমি আমার জীবনের উল্টো পথে
হেঁটেছি শুধু তুমি ভালো রাখবো বলে।

এক সাথে দু জোড়া পা, পায়ে পা মিলিয়ে জীবনের অনেকটা পথ হেঁটেছি।
তোমাকে একটি নবজাতক শিশুর কান্না শুনিয়েছি
তোমার হাতের আঙ্গুল ধরে হাঁটতে শিখিয়েছি।
বাবা বলে ডাকতে শিখেছে —-
ভাষাহীন পৃথিবী নয় একটি পরিপূর্ণ পৃথিবী দেখিয়েছি।

হঠাৎ অনুভব করলাম আমার ভিতরে কে যেন নির্জনে কংক্রিটের নিবাস গড়ে তুলছে।
আমার হৃদয়ের উর্বর জমিতে তুমি হাঁতুড়ি পেটাচ্ছো।
আমি বুঝতে পারছি, তুমি আমার থেকে দিন দিন আলাদা হয়ে যাচ্ছো।

একটি পৃথক পাহাড় তৈরি হচ্ছে
সবচেয়ে বড় কথা আমাদের দুজনের মাঝে বিশ্বাসের মৃত্যু হয়েছে।
প্রিয় মানুষটির কাছে আমি এখন অনেকটাই অপ্রিয়।
কারণ আমি তোমার জীবনে ক্যান্সার হয়ে গিয়েছি।

আমাদের সেই পুরনো সম্পর্কটাকে অন্যের হাতে ছেড়ে দিলাম।
আমার অস্তিত্বের কোন ঠিকানা নেই,
অথচ, এক সময় ছোট্ট শিশুর হাত ধরে একে বারে ডুব দিয়েছিলাম তোমার প্রেম সাগরে।

হঠাৎ মন চাইলো তুমি উঁকি দিলে ছুটির নিমন্ত্রের মত
আমাকে ডাকলে।
অনেকটা কাঠখড় পুড়িয়ে তোমার দরজার পাশে
বসন্তকে রেখে এলাম, যার বয়স কুড়ি পেরিয়েছে।
অনেক সময় পেরিয়ে এসেছি,
আমি সময়গুলো টুকে রাখিনি
তবুও আমাকে কেন কাদায় আজও।
শুভকামনা রইল আগামী বসন্তের জন্য।

error: Content is protected !!

Powered by themekiller.com