Breaking News
Home / Breaking News / প্রধানমন্ত্রী নারী নেতৃত্বকে অগ্রাধিকার দিয়েছেন…..মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল

প্রধানমন্ত্রী নারী নেতৃত্বকে অগ্রাধিকার দিয়েছেন…..মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল

মোহাম্মদ সিন্টুঃ
চাঁদপুর পুরাণবাজার রিভারসাইড কিন্ডারগার্টেন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (১৮ মার্চ) সকালে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েল।

তিনি বক্তব্যে বলেন,এ দেশের প্রধান মন্ত্রী নারী নেতৃত্বকে সামনে নিয়ে এসেছেন। আগে পিতার নামে সন্তান পরিচিত হতো। এখন সব জায়গায় পিতার পাশে মাতার নাম প্রকাশ করতে হয়। একটি শিশুকে প্রতিস্ঠিত করতে সবার আগে ভূমিকা রাখতে হয়। মা হলো তার মন্তানের বড় শিক্ষক।

রিভারসাইড কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অ্যাড. আবুল কালাম সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র মোহাম্মদ আলী মাঝি, চাঁদপুর চেম্বার অব কমার্সের সহ-সভাপতি তমাল কুমার ঘোষ।

স্বাগত বক্তব্য রাখেন রিভারসাইড কিন্ডারগার্টেন প্রিন্সিপ্যাল তানিয়া ইসতিয়াক খান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরাণ বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী হোসেন, সাবেক প্রধান শিক্ষক রাশেদা বেগম, ২নং বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ধ্রুবরাজ বণিক, ভাই ভাই স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক মিজানুর রহমান খান বাদল, সহ-সভাপতি আব্দুল মজিদ খান ডেঙ্গু, রিভারসাইড কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠাতা সদস্য জাকারিয়া ভূঁইয়া বতু,ফটোজানালিস্টের নির্বাচিত সাধারন সম্পাদক মোঃ শাওন পাটওয়ারী, গ্রীণ বাংলা ২৪. কমের সম্পাদক ও প্রকাশক মো. আশিক খানসহ শিক্ষক, ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা।

error: Content is protected !!

Powered by themekiller.com