Breaking News
Home / Breaking News / চাটখিলের ১৭ মামলার আসামী মাসুদ আলমের লাশ শাহরাস্তিতে উদ্ধার

চাটখিলের ১৭ মামলার আসামী মাসুদ আলমের লাশ শাহরাস্তিতে উদ্ধার

আবু মুছা আল শিহাবঃ
১৭ মামলার আসামী মাসুদ আলমের(৩৮) উদ্ধার করেছে চাঁদপুরের শাহরাস্তি থানা পুলিশ।
শনিবার সকালে মোল্লা বাড়ির দরজা এলাকার খালের থেকে এ লাশ উদ্ধার করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মাসুদ আলম তার এলাকায় পোড়া মাসুদ নামে পরিচিত ছিলো। সে যুবলীগের নাম বিক্রি করে নানান সন্ত্রাসীমূলক কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তিনি নোয়াখালীর চাটখিল উপজেলার বদলকোট ইউনিয়নের মুরাইম গ্রামের নুরুল আমিনের ছেলে।
এ বিষয়ে চাঁদপুরের শাহরাস্তি থানার ওসি শহীদ হোসেন জানান, আমরা প্রথমে অজ্ঞাত লাশ পেলেও পরে তার পরিচয় শনাক্ত করতে পেরেছি। তার নামে মাদকসহ নানান অপরাধের মোট ১৭টি মামলার তথ্য পেয়েছি। কিন্তু কিভাবে মারা গেছে? নাকি মেরে ফেলেছে তা এখনি বলা সম্ভব নয়।

error: Content is protected !!

Powered by themekiller.com