কবিতা: ভগ্ন হৃদয়।
কলমে: তরুণ কুমার ভট্টাচার্য্য।
তারিখ: 01/03/2023
প্রচণ্ড বিষ্ফোরণে ভেঙে যায় পাহাড়ও…
আলগা হয় টান…
ধসে পড়ে শক্তপোক্ত জমাটি অবয়ব।
তারপর…
অবশেষে ছোট ছোট টিলা ভেঙে নুড়ির কাহিনী…
অথবা বালির সাগর!
বয়ে চলে স্মৃতি…
যেন ভেঙে যাওয়া এক সাজানো ফুলদানি …
গিয়েছে চূর্ণ হয়ে অপরূপ সেই রূপখানি!
কাঁচের টুকরো সাথে ফুল গড়াগড়ি যায়…
ভেঙেছে হৃদয় তাই করে হায় হায়!
কারা যেন দেহ ভেঙে নিয়ে গেছে মন…
পদ্যের ছেঁড়া পাতা গদ্যে জীবন!!