Breaking News
Home / Uncategorized / “বর্তমানের স্বার্থপরতা” কবি সারমিন জাহান মিতুর কবিতা

“বর্তমানের স্বার্থপরতা” কবি সারমিন জাহান মিতুর কবিতা

বর্তমানের স্বার্থপরতা

সারমিন জাহান মিতু

২১-২-২০২৩

একুশের আয়নায় যে মুখ দেখি
সে আমার বিকৃত সত্তার প্রলাপে ধ্বংস চিত্র,

শকুনের ঠোঁটে উড়ে গেছে
প্রাক্তন শৈশব ইতিহাস।

এখন আর প্রভাত ফেরীতে
শামিল হওয়ার যোগ্যতা নেই আমার,

কারণ অজানা কিছু নয়
শহীদের স্তবকে সম্মান দেবার মতো
যথেষ্ট অকৃপণ মনোভাব হারিয়ে ফেলেছি।

আমি বর্তমানের স্বার্থপরতা
নিজেকেই শ্রদ্ধা নিবেদনে সদা ব্যস্ত মহীশুর।

মাঝে মাঝে স্তব্ধ হয়ে যাই
একুশ তারিখ আসলেই ভেতরটা খুব পোড়ে,

নিজের অজান্তেই করজোড়ে ক্ষমা চাই ক্ষুদ্র আমিটা – হে একুশ ক্ষমা করো আমায়-হে শহীদ ক্ষমা করো
– হে আমার মাতৃভূমি
আমার আপন সত্তার মাঝে ফিরে দাও সে প্রেম,

যেনো আমি আবার ভালোবাসি এ মাটির সুধা – আমার আগামী অনুজের মনে যেনো জেগে ওঠে স্বদেশী প্রেম।

অথবা আমায় ফিরিয়ে দাও
ক্লান্তিহীন যুবকের উদ্দীপনা
স্মৃতি ঘেরা একুশের কাঁটা ছড়ানো কন্ঠ স্বর,

বজ্রকন্ঠে গেয়ে উঠি- “আমার ভাইয়ের রক্তে রাঙা একুশে ফেব্রুয়ারি —-।”

error: Content is protected !!

Powered by themekiller.com