Breaking News
Home / Breaking News / কচুয়ায় গলায় ফাঁস দিয়ে এক কিশোরীর আত্মহত্যা

কচুয়ায় গলায় ফাঁস দিয়ে এক কিশোরীর আত্মহত্যা

মফিজুল ইসলাম বাবুল,কচুয়াঃ
চাঁদপুরের কচুয়া উপজেলার গোহট উত্তর ্ইউনিয়নের তালতলী গ্রামের পাটওয়ারীর বাড়ির হাবিবুর রহমান পাটওয়ারীর মেয়ে অষ্টম শ্রেনীর ছাত্রী হাবিবা (১৪) নামে এক কিশোরী আত্মহত্যার ঘটনা ঘটেছে। সোমবার (২০ ফেব্রুয়ারী) সকাল ১১ টার দিকে এ ঘটনাটি ঘটে।

সরজমিনে গেলে কিশোরীর পিতা হাবিব জানান, সকাল ১১টার দিকে আমি ও তার সৎ মা বিশেষ কাজে স্থানীয় একটি বাজারে যাই। এসময় দেখে গেছি হাবিবা ও তার দাদু ঘরোয়া কাজ করে। কাজের এক ফাঁকে হাবিবা বাড়ির টিনের বাউন্ডারি গেইটের দরজা মেরে বসত ঘরের কাঁড়ের সাথে আটকানো একটি ছঙ্গায় ওলনা পেচিয়ে গলায় ফাঁস দেয়। তার দাদু বসত ঘরেের কাজে দেখতে না পেয়ে অনেক ডাকা-ডাকি করলেও গেইটের দরজা না খোলায় বাড়ির অন্যন্যারা দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে দেখতে পায় হাবিবা ফাঁস দেয়া অবস্থায় ঝুলিয়ে রয়েছে। সাথে সাথে তাকে রহিমানগর বাজারে বেসিক হসপিটালে নিয়ে আসলে ডাক্তার তাকে মৃত দেখতে পায়।

কচুয়া থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁদপুর মর্গে প্রেরন করে। হাবিবার আত্মহত্যার কারন জানা যায়নি। হাবিবার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকার নারী পুরুষ তাকে এক নজর দেখার জন্য ছুটে এসে ভিড় জমায়।

error: Content is protected !!

Powered by themekiller.com