Breaking News
Home / Breaking News / কবি ও কলামিস্ট আব্দুল্লাহ আল মামুন রিটন এর “অপরিচিত আত্মিয়”

কবি ও কলামিস্ট আব্দুল্লাহ আল মামুন রিটন এর “অপরিচিত আত্মিয়”

* অপরিচিত আত্মিয় *
– আব্দুল্লাহ আল মামুন রিটন

সময়ের সাথে সাময়িক প্রেমও আজ
ভেঙে গড়ে নতুন নৈর্ব্যক্তিক সম্বোধন,
তুমি, আমি, সে, এরা ভিন্ন ভিন্ন আজ
সবাই আছে, সবাই থাকে, সবাই অস্তিত্ব
তবুও অপরিচিত, চেনে না কেউ কাউকে।

এখানে স্বার্থের কাগজে খচিত প্রশ্নপত্র
সংক্ষিপ্ত জিজ্ঞাসায় সব উত্তর যেন চড়া,
ছোট ছোট অথচ আটমিক ভীষণ শক্তিধর
কে কোথায় পড়ে, মরে, ফলাফলে জ্বলে
সে খবর মানুষ ও সময় চায়না কখনও জানতে।

error: Content is protected !!

Powered by themekiller.com