Breaking News
Home / Breaking News / কলকাতার কবি ও বাচিক শিল্পী সোনালী আদক এর লেখা ” হতভাগিনীর জীবন কাহিনী”

কলকাতার কবি ও বাচিক শিল্পী সোনালী আদক এর লেখা ” হতভাগিনীর জীবন কাহিনী”

হতভাগিনীর জীবন কাহিনী
সোনালী আদক
১৪/০২/২২

এক যে ছিলো জনম দুখিনী, হতভাগিনী রাজকন্যা
রূপে গুনে সে কম যায় না ,মায়া মমতায় অথৈ বন্যা।
বাপের হঠাৎ চাকরি গেলো,আকাশ ভেঙে পড়লো
মায়ের সততা আর পরিশ্রমে, নতুন কুঁড়েঘর গড়লো।
লেখা পড়া খেলা ধূলায় তার, সুনাম রাশি রাশি
চোখের মণি ছিলো সে ,পরিজন ও পাড়াপড়শি।
বাপ মা তারে বলতো ডেকে, একদিন রাজপুত্র আসবে
দেখবি সেদিন বাপমার চেয়েও, অনেক বেশি ভালোবাসবে।
এসব শুনে বেজায় চটে তার, লজ্জায় রাঙা হতো গাল
নুন আনতে পান্তা ফুরায়, কে ধরবে তাদের হাল।
বড়ো হয়ে মেয়ে দিদিমনি হবে, ছোট থেকেই সেই খেলা
দিদিমনি সেজে পড়া ধরাধরি, সারাদিন সারা বেলা।
মা হেসে মুখ টিপে বলতেন ,কই গো ও দিদিমনি
পড়াও তুমি আমায় খানিক, নামতা কবিতা খানি।
এভাবেই মজা খেলার ছলে ,মেয়ে হলো মায়ের বন্ধু
কলেজ ফেরত মেয়ে মাকে, গল্প শোনাতো বিন্দু থেকে সিন্ধু।
এমন করেই বেশ কাটছিল দিন, অভাব অনটনেও সুখে
এলো একদিন এক ঘটক, বিনা অনুমতিতে ঘরে ঢুকে।
কইগো দিদি মেয়ের বিয়ে দেবে নাকি,আছে এক রাজপুত্তুর
বাড়ি গাড়ি টাকা কড়ি আর জমিও আছে, বেশ প্রচুর।
শুনে তো বাপ মায়ের কপালে হাত ,হতে হলো না হন্যে
কিন্তু এতো দামি ছেলে ,কিনবে কেমনে রাজকন্যার জন্যে।
কী হলো গো দিদি তুমি ভাবছো মিছে, ছেলে তেমনটি নয়
শিক্ষিত লক্ষীমন্ত মেয়ে পেলে, বিনা যৌতুকেও বিয়ে হয়।
একদিন রাজপুত্র এলো সুখের, ভাঙা চালের ভাঙা ঘরে
সেথায় কেবল পবিত্র ভূমি ,চাঁদের আলো প্রবেশ করে।
কী রূপের ছটা রাজপুত্রের , কোনো অংশে কম যায় না
মিষ্টিভাষী সরল শান্ত মেয়ে দেখে, কারও আর তর হয় না।
ব্যাস্ত সব্বাই শুভ দিন খুঁজে, চার হাত এক করার তরে
কেউ শোনে না অভাগীর কথা, দুচোখে তার বারি ঝড়ে।
একটি বার কেউ শুনলো না, রাজকন্যার সাধের স্বপন
দুচোখ ভরা স্বপ্ন তার, চোখেই রইলো গোপন।
এমন ঘর বর কত্তো ভাগ্য করলে, তবেই নাকি পাওয়া যায়
এমন সুপুরুষ হাত ছাড়া করলে, জীবনে অনেক পস্তাতে হয়।
কোনো দাবিদাবা নেই,আপনাদের মেয়ে যা ইচ্ছা দেবেন
ছেলের মেয়েটাকে মনে ধরেছে, চিন্তা ভাবনা করে নেবেন।
তবুও বাপ মায়ের স্বপ্ন কতো, মেয়ের বধূর সাজে
লাল বেনারসি মালা চন্দনে মেয়ে, ঢাকবে মুখ পানে লাজে।
সহায় সম্বল ভবিষ্যৎ টুকু, হাসি মুখে দিলো জলাঞ্জলি
বড়ো ঘরে মেয়ের সুখের তরে, জীবন আহুতির অঞ্জলী।
নিঃস্ব হতেও বাঁধলো না তাদের, মেয়ে যে পরের আমানত
শিক্ষা দীক্ষা আচার আচরণ সব কিছুই, তার সহায় থাক।
যেমনি কথা তেমনি কাজ, শুভ লগ্ন ঘনিয়ে এলো
রাজপুত্তুর তেপান্তর পেড়িয়ে, হতভাগীকে রাণী করলো।
আজ তবে অনুমতি দিন, আমি শব্দ ছন্দের ক্ষুদ্র বাহিনী
পরের দিন আবার গাঁথবো মালা, হতভাগিনীর জীবন কাহিনী।

Powered by themekiller.com