Breaking News
Home / Breaking News / কচুয়ায় এইচএসসি ও আলিমে জিপিএ ৫ পেয়েছে ৪’শ জন

কচুয়ায় এইচএসসি ও আলিমে জিপিএ ৫ পেয়েছে ৪’শ জন

মফিজুল ইসলাম বাবুল,কচুয়াঃ
চাঁদপুরের কচুয়ায় এইচএসসি ও আলিম পরীক্ষায় জিপিএ ৫ পেয়েছে ৪শ’ জন। এইচএসিতে পাশের হার শতকরা ৯৬ ভাগ ও আলিমে ৮৭ভাগ। এইচএসসিতে জিপিএ ৫ পেয়েছে ৩’শ ৮০ জন ও আলিমে পেয়েছে ২০ জন।
বুধবার প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফলে উপজেলার ৯টি কলেজ থেকে ২ হাজার ৪২ জন অংশ গ্রহনকারী পরীক্ষার্থীর মধ্যে ১ হাজার ৯’শ ৭০জন কৃতকার্য হয়। ড.মনসুরউদ্দীন মহিলা কলেজ থেকে ২’শ ৫২জন পরীক্ষার্থী অংশ গ্রহন করে ১৬২জন জিপিএ-৫ সহ ২’শ ৫১জন কৃতকার্য হয়। ফলাফলে এবছরও এ কলেজটি চাঁদপুর জেলায় শীর্ষে রয়েছে। আশেক আলী খান স্কুল এন্ড কলেজ থেকে ২’শ ৮১জন পরীক্ষার্থী অংশ গ্রহন করে ৮১জন জিপিএ-৫ সহ ২’শ ৭৮জন কৃতকার্য হয়। ফলাফলের দিক থেকে এ কলেজ উপজেলায় দ্বিতীয় স্থান লাভ করে। পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজ থেকে ৩শ ৮৪জন পরীক্ষার্থী অংশগ্রহন করে জিপিএ ৫ লাভকারী ৮০জন সহ মোট কৃতকার্য হয় ৩শ ৮৩জন। এ কলেজটি ফলাফলের দিক থেকে উপজেলার ৩য় স্থানে রয়েছে।
এদিকে আলিমে ১৩টি প্রতিষ্ঠান থেকে ৪’শ ৩৬জন পরীক্ষার্থী অংশগ্রহন করে কৃতকার্য হয়েছে ৩শ ৮১জন।

Powered by themekiller.com