Breaking News
Home / Breaking News / কবি ও কলামিস্ট আব্দুল্লাহ আল মামুন রিটন এর কবিতা “নূজ্ব্য কৃপণ”

কবি ও কলামিস্ট আব্দুল্লাহ আল মামুন রিটন এর কবিতা “নূজ্ব্য কৃপণ”

নূজ্ব্য কৃপণ
– আব্দুল্লাহ আল মামুন রিটন
(আমার দিকপালকে উৎস্বর্গ করলাম)

আমার সময় খুঁড়ে আমি অবসর তুলে আনি
ওটা আমি চাই।

মানুষ যখন ব্যক্তিগত ব্যস্ত চাপে নিত্য ন্যুব্জ,
তখন ঐ সস্তা অবসর থেকে তাকে দেই ধার,
ওটা আমার ইচ্ছে__;

এভাবেই অহেতুক সময় ব্যায়ে রোজ সোজা করি ঘাড় কুঁজো
যদি সে দাঁড়ায়, উপরে তাকায়! আকাশ পানে! বিস্তর নীলে?
সে দেখায় যদি সে প্রাণ পায়, সে আমার অহেতুক নয় আর,
স্বার্থক হয় নিজস্ব নিঃশ্বাস।

ওটা জীবন নয়, কুঁজো যতটা তুমি তোমাকে দেখতে চাও
ওটাই জীবন, যেটা উন্মুক্ত, ডানে বাঁয়ে, আকাশের নীলে,
যদি তুমি দেখতে পাও।

Powered by themekiller.com