” শতাব্দীর ঘা ”
– আব্দুল্লাহ আল মামুন রিটন
এই শতাব্দীর পাঁজরে ঘা
ইতিহাস খুঁড়ে সময়ের চিৎকার
বিবর্তনে ধুকছে শরীর
মেকি সব মেকি,খুব তামশার।
এখানে গর্তে গর্তে জীবন ধুকছে
কাঁদছে ভিতের কেউ দারুণ ক্রোধে
চিৎকার বাড়ি খায় হৃৎপিণ্ডে
মানুষ নেই, মানুষ নেই, হাহাকার।
শতাব্দীর কোলে পঙ্গু সন্তান
সেও কাঁদে, সেও ফিরতে চায়,
এখানে পুঁজ আছে, মানবতা নেই
ভীষণ রকম কষ্ট, অসহ্য বেদনার।