Breaking News
Home / Breaking News / কবি ও কলামিস্ট আব্দুল্লাহ আল মামুন রিটন এর কবিতা ■ হে রব ■

কবি ও কলামিস্ট আব্দুল্লাহ আল মামুন রিটন এর কবিতা ■ হে রব ■

■ হে রব ■
– আব্দুল্লাহ আল মামুন রিটন

নিরাকারে নিলে অনেক আকার
কল্পনার জালে গাঁথা প্রেমময় আবেগে তুমি।
ভুবন ছাড়িয়ে ত্রিভুবন তট সীমান্তে
এঁকে দিলে তোমার মহিমার কত না অপরূপ ছবি।

এ জাহান ও জাহান নতো হয়ে পড়ে
সেজদায় খোঁজে সকলেই তার নিজস্ব মুক্তি।
আমি অধম, আকার নিরাকার যা তুমি
হওনা কেন সকলের পাপ মোচনকারী, ক্ষমাকারী।

আমি নিয়েছি মেনে এক বাক্যে হে রব
আমার এ চলাচলে ভাগ্যের লেখক তুমি।
পাপে ক্ষমা চাইনি, চাইনি স্বর্গের গ্যারান্টি
চেয়েছি প্রতি দমে তোমাতে যেন কৃতজ্ঞ থাকি।

এ ধরা হতে অজানা ওধরার পথে পথে
হে একক, দিও শুধু চোখে তোমার রূপের জ্যোতি।
ওতে যা পাবে এ সঙ্কুচিত আঁখি দু’টো আলো
সে আলোয় যেন আমি সকলকেই ভালো জানি।

আসা যাওয়ার এ অনির্ধারিত দূরত্ব অতিক্রমে
কেউ না পায় কষ্ট, আঘাত না পায় সতর্ক থাকি।
তোমার আবেগের একাংশ যা পেয়েছি ভাগে
সবটুকু তার বিলেয়েই যেন, আমি ফিরতি পথে ফিরি।

Powered by themekiller.com