মফিজুল ইসলাম বাবুল,কচুয়াঃ
চাঁদপুরের কচুয়ায় স্বর্নের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে উপজেলার পালাখাল বাজারের উষা শিল্পালয় দোকানে পিছনের জানালা গ্রিল কেটে প্রবেশ করে ৩ভরি স্বর্ণ ও,৬০ ভরি রূপা লুটে নেয়। এ ঘটনায় দোকানের মালিক রনজিত সরকার বাদী হয়ে কচুয়া থানায় মামলা দায়ের করে। ওই মামলার আসামী হিসেবে বুধবার তিনজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হচ্ছে, উষা শিল্পালয় দোকানে মালিক রনজিত সরকারের ভাতিজা রূদ্র সরকার,দোকানের কর্মচারী রুপন সরকার ও মানিক সরকার।
কচুয়া থানার ওসি মো. ইব্রাহিম খলিল জানান, আটককৃতদেরকে বৃহস্পতিবার দুপুরে চাঁদপুরের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে।