মেহেরজান
সারমিন জাহান মিতু
২৪-১১-২০২২
বুকের ভেতর মহামারী
নিঃশ্বাসে কোন প্রাণের আকুতি নেই,
প্রৌঢ় বিকেলের মতো নেতিয়ে পড়েছে রোদেলা যৌবন।
ফেরারি প্রেম ভেঙেছে স্বপ্ন
নিথর চোখের পাতায় জল শুকনো ব্যথা,
মেহেরজান – বেঁচে আছে মৃত্যু বড্ড নিষ্ঠুর আসে না এ পথে।
ষোলটা বছর পেরিয়ে গেছে বহুকাল হয়ে গেল,
অনেক ব্যথার পাহাড় জমিয়ে কাঁদেনি সে আছে থমকে।
জীবন যে কি হয়নি জানা –
মন জানেনি ভালোবাসা,
স্বপ্ন হারা মেহেরজানের গল্পটা
বোবা বুকে রয়েছে চাপা –
জানেনা খবর ওয়ালা।
একটা মিছিল হতো যদি তার চোখের জলে ভেজা পাতায়,
জানতো সমাজ কাঁদছে মেহের- লুকানো শত ব্যথায়।