Breaking News
Home / Breaking News / কবি সারমিন জাহান মিতুর কবিতা “যখন বলো ভালোবাসি “

কবি সারমিন জাহান মিতুর কবিতা “যখন বলো ভালোবাসি “

যখন বলো ভালোবাসি

সারমিন জাহান মিতু

২০-১১-২০২২

ক্লান্তির নিঃশ্বাস টুকু নীরবে উড়িয়ে দেই বাতাসের গায়ে – কোন পথে ক্ষেপে ওঠা পরিত্রাণ তার জানা হয়না আর,

একমুঠো রোদ এনে কেউ বলে না শীতল মনটাকে উষ্ণতা ঢেলে দেই এই অগ্রহায়নে।

মিথ্যে হলেও যখন বলো ভালোবাসি – আমি কৈলাশ হতে স্বর্গটাকে ছিনিয়ে আনি হিমাঙ্কের পাদদেশে,

মুক্ত হরিণের মতো ছুটে চলি প্রান্তর হতে অচেনা প্রান্তরে – বুকেতে মাখি ভালোবাসার সুগন্ধি আতর।

ফেরারি সুখ গুলো উপচে পড়ে আমার মাধবী আঙিনায়,

আমি দুঃখ গুলোকে উড়িয়ে দেই – ফানুসের বুকে – যেনো ওরা সব পরাজিত আহত শিকারী।

বড্ড ভালোবাসতে শিখে যাই- মন পোড়া ভ্রমরের কাছে,

পরাগায়নে আমাতেই নতুন ফুলের শাখায় শাখায় ভুবন মাতোয়ারা।

যখন দামী কাঁচের এস্ট্রেতে সুখটানে মহা ব্যস্ত তুমি – মুখে হাসির ফোয়ারা,

আমি আড়াল থেকে তোমাকে দেখি আর মুখোশের অন্তরালে যে তুমিটা- দম আটকে রাখি- নিজের ভেতর যেনো কিছু নেই আমাতে।

যমদূতের অট্টহাসির কালো রাত নেমে আসে আমার পৃথিবীতে,

আমি ভস্ম হতে হতে নিরুত্তাপ ছাই হয়ে পড়ে থাকি তোমারই এস্ট্রেতে।

Powered by themekiller.com