ষ্টাফ রির্পোটারঃ
আজ ৫ নভেম্বর, অন্যতম দুই বাংলার সাহিত্য পত্রিকা দৈনিক শব্দনগরের দুই মহারথি প্রতিষ্ঠাতা পরিচালক আবদুল্লাহ আল মামুন রিটন ও তারই সহধর্মিণী বর্তমান সময়ের আলোচিত স্বনামধন্য কবি সারমিন জাহান মিতুর আজ প্রথম বিবাহবার্ষিকী। ঠিক গত বছর এ দিনে বহু অপেক্ষার অবসান ঘটিয়ে দুটি মনের মিলন যেনো এক এবং অভিন্ন মিলনে পরিনত হয়। আজ অব্দি দুজনেই আল্লাহর অশেষ কৃপায় ভালোভাবে সংসার জীবনযাপন করে আসছে, আগামীতে তারা দুজনে একে অপরের ভালোবাসায় মুগ্ধ হয়ে আমরণ একই বন্ধনে জীবনযাপন করবে সেই প্রত্যাশা আমাদের সকলের মাঝে অটুট থাকুক। শব্দনগরের প্রতিষ্ঠাতা পরিচালক ও দুই মহারতি আবদুল্লাহ আল মামুন রিটন ও আলোচিত স্বনামধন্য বাস্তবিক কবি ও শব্দনগরের ভারপ্রাপ্ত সম্পাদিকা কবি সারমিন জাহান মিতুকে চাঁদপুর থেকে প্রকাশিত দৈনিক বাংলারমুখনিউজ২৪.কম অনলাইন পত্রিকার প্রকাশক সাংবাদিক ও কবি এম.আর হারুন ও সম্পাদক এন কে সুমন পাটোয়ারী শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। এমনকি এই দুই মহারতি অনন্তকাল সুখে শান্তিতে বাকি দিন গুলো পার করুক এবং সুস্থ থাকুক সে কামনা করছে।
