Breaking News
Home / Breaking News / চাঁদপুর সদর উপজেলা ও শহর যুব সংহতির জরুরি আলোচনা সভা

চাঁদপুর সদর উপজেলা ও শহর যুব সংহতির জরুরি আলোচনা সভা

মোহাম্মদ সিন্টুঃ
চাঁদপুর সদর উপজেলা ও শহর যুব সংহতির জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০৬ অক্টোবর) সন্ধ্যায় চাঁদপুর জেলা জাতীয় যুব সংহতির কার্যালয়ে এ জরুরি আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা জাতীয় যুব সংহতির আহবায়ক হাজী গোলাম মোস্তফা নিঝুম পাটওয়ারী। তিনি বলেন, আমাদের সাবেক প্রেসিডেন্ট হুসাইন মুহাম্মদ এরশাদ পরিবারের জৈষ্ঠ্য সন্তান আসিফ শাহরিয়ার ভাই জানেন আমাদের এখানের সম্মেলনকে ঘিরে কি হয়েছে। তারজন্যে তিনি যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

তিনি বলেন, দলের মধ্যে কিছু সংখ্যক ব্যক্তি বিভিন্ন ভুয়া নেতৃত্বের নিয়ে আমাদেরকে বিভক্ত করতে চাইছে। আমরা জি এম কাদেরের নেতৃত্বে ঐক্যবদ্ধ আছি এবং থাকবো। চক্রান্তকারীদের আমরা রাজপথে প্রতিহত করবো৷ আমরা জাকজমক একটি সম্মেলন উপহার দিবো।

জেলা যুব সংহতির যুগ্ম আহবায়ক মো. ফারুক গাজীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা জাতীয় যুব সংহতির সিনিয়র যুগ্ম আহবায়ক মো. নাজমুল গাজী, সদর উপজেলা যুব সংহতির আহবায়ক রফিকুল ইসলাম চান্দু,, সদর উপজেলা যুব সংহতির সদস্য সচিব হারুন গাজী, শহর যুব সংহতির সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুর রহমান ভূঁইয়া, যুগ্ম আহবায়ক জয়নাল ইসলাম জনু, সেলিম শেখ, উপজেলা যুব সংহতির সাংগঠনিক সম্পাদক মোক্তার ঢালী, যুগ্ম সাংগঠনিক সম্পাদক শফিক শেখ, যুব নেতা জয়নাল, বাচ্চু মাল, নাঈম গাজীসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Powered by themekiller.com