এ শুকনো ডালে আর ফুল ফুটবে না..
অনমিত্র..
তুমি শুধু চলে গেলে, কি পেলাম দেখেছো কি চেয়ে?
হাওয়ায় রোদ্দুর মেখে নিয়ে,
দু-চোখের বিদ্যুৎ রেখে দিলে, রেখে দিলে নিতান্ত লেপের উষ্ণতা,
পুরোনো ঋনের মতো গচ্ছিত রেখে গেলে,
একবারও ফেরো নি পেছনে..
একবারও দেখোনি আগুন,
ফেলে গেলে অসুস্থ ফাগুন,
এখন আর ফিরে এসোনা,
এ শুকনো ডালে আর ফুল ফুটবে না,
আমি কি আর চলে যেতে পারি,
তোমার মতন..!
আমি শুধু চেয়ে দেখি,তুমি কি দেখেছো ..?
বিন্যাস দেখেছো শুধু..
আপামর অবিন্যস্ত নারী
আরো কাছে এসোনা কখনো..
এখন তো হেতু নেই কোনো,
মৃত্যুর পরে এসো,কেউ বুঝবে না,
নিশ্চিন্তে এসো..
ফিরে এসো,প্রয়োজনে এসো,
এই তো সেদিন, হলুদ রোদ্দুর মেখে গায়ে,চলে গেলে,
সেই তুমি,নিতান্তই, বিগতযৌবনা..