Breaking News
Home / Breaking News / কচুয়ায় ঘাতক ট্রাক-সিএনজি সংঘর্ষে কেড়ে নিলো স্বামী-স্ত্রীর তাজা দুইটি প্রান

কচুয়ায় ঘাতক ট্রাক-সিএনজি সংঘর্ষে কেড়ে নিলো স্বামী-স্ত্রীর তাজা দুইটি প্রান

মফিজুল ইসলাম বাবুল,কচুয়াঃ
চাঁদপুর কচুয়ায় ট্রাক সিএনজি মুখোমুখি সংঘর্ষে স্বামী ওয়াজউদ্দীন (৩০) ও ৮মাসের এই প্রথম অন্তঃসত্ত্বা স্ত্রী ছাবিকুন্নাহার (২৪) নিহত হয়েছে। শনিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে কচুয়া- গৌরিপুর সড়কের হাটমুড়া মসজিদ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইব্রাহিম খলিল জানান, বারৈয়ারা গ্রামের ধনু মিয়ার ছেলে ওয়াজউদ্দীন ও তার স্ত্রী ছাবিকুন্নাহার সিএনজি যোগে সাচার থেকে বারৈয়ারা যাওয়ার পথে ঢাকা থেকে কচুয়াগামী ঘাতক ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রী দুজন নিহত হয়। দুর্ঘটনা ঘটিয়ে ঘাতক ট্রাক ড্রাইবার পালিয়ে যায়। পুলিশ ট্রাক ও সিএনজি ঘটনারস্থান থেকে উদ্ধার করে সাচার পুলিশ ক্যাম্পের হেফাজতে রাখে। স্বামী-স্ত্রীর এ মর্মান্তিক মৃত্যুতে তাদের আত্মীয় স্বজন্দের আহাজারিতে এক হৃদয় বিদারকের শোকের ছায়া নেমে আসে।

Powered by themekiller.com