Breaking News
Home / Breaking News / কবি সারমিন জাহান মিতুর কবিতা “নক্ষত্র মিছিলে “

কবি সারমিন জাহান মিতুর কবিতা “নক্ষত্র মিছিলে “

নক্ষত্র মিছিলে

সারমিন জাহান মিতু

১০-৮-২০২২

ভব ঘুরে জীবন পরিত্যক্ত ঘোষণা করে দলে দলে ওরা চলে যায় নক্ষত্র মিছিলে,

বুলেটে ঝাঁঝরা হওয়া প্রিয় হৃৎপিণ্ড গুলো পড়ে থাকে হাজার স্মৃতির উঠানে।

ওরা জোছনা কুড়াই মনের অনুভূতি ক্ষয়ে ক্ষয়ে নিঃশেষ হয়ে গেছে কবে,

ধূলির আস্তরণে অথবা প্রজাপতির ডানায় – হয়তো ফিরে আসে নিঃশব্দে – প্রিয়জন চেনে কি তারে।

ভুলে যায় কত কথা বলে ছিলো – কত সুখের দোলায় দুলেছি – মাটি চাপা পড়ে আছে আজ সবই,

তবুও আসে মনের খেলা ঘরে – সফেদ শাড়িতে যেনো কোন দেবি ছুঁয়ে যায় মনবনে।

তারপর ধূ-ধূ অন্ধকার ঠাণ্ডামিষ্টি হাওয়ায় একটু স্পর্শে শস্যশ্যামল মায়া জাগে – খরতাপে পুড়ে ওঠে মন,

ব্যাকুল অশ্রু গড়িয়ে পড়ে কপল বেয়ে – অপেক্ষা করো আমিও আসছি হাওয়ায় ভেসে ভেসে নক্ষত্র মিছিলে -।

Powered by themekiller.com