Breaking News
Home / Breaking News / মতলব উত্তর উপজেলা আ.লীগের বর্ধিত সভা নিয়ে তৃণমূল পর্যায় মিশ্র প্রতিক্রিয়া

মতলব উত্তর উপজেলা আ.লীগের বর্ধিত সভা নিয়ে তৃণমূল পর্যায় মিশ্র প্রতিক্রিয়া

স্টাফ রিপোর্টার:
চাঁদপুরের মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা নিয়ে তৃনমূল নেতাকর্মী মাঝে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া।
জানা যায়, মঙ্গলবার (২১ জুন) বিকেল উপজেলা অডিটরিয়ামে মতলব উত্তরের আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হবে। ওই বর্ধিত সভায় বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলমকে আমন্ত্রণ ও চিঠির অনুলিপি না দেওয়ায় তৃণমূল নেতাকর্মীদের ক্ষোভ প্রকাশ করে এবং
তারা মনে করে এটি ষড়যন্ত্রের বহিঃ প্রকাশ।

সূত্রে জানা যায়, উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা আমন্ত্রণে ১৭ জুন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড.রুহুল আমিন ও সাধারণ সম্পাদক এম.এ.কুদ্দুসের স্বাক্ষরিত এক চিঠি উপজেলা আওয়ামী লীগের সব সদস্য, পৌর ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি/সাধারণ সম্পাদক উপজেলা যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, তাঁতী লীগ, মৎস্যজীবী লীগ, আওয়ামী আইনজীবী পরিষদের সদস্যকে চিঠি দেওয়া হয়।
ওই চিঠির অনুলিপি দেওয়া হয় বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতিমন্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া (বীর বিক্রম), চাঁদপুর-২ সংসদ সদস্য অ্যাড. নুরুল আমিন রুহুল, জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে।

মাননীয় প্রধান মন্ত্রী ও আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনা ড.শামসুল আলমকে পরিকল্পনা প্রতিমন্ত্রী ও দলে উপদেষ্টা পরিষদের সদস্য মনোনিত করায় উপজেলার আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের তৃনমূল পর্যায় নেতাকর্মী মাঝে প্রাণচঞ্চল ফিরে আসে । কিন্তু এ
বিশেষ বর্ধিত সভার আমন্ত্রণ নিয়ে দলের মধ্যে বিবাধ সৃষ্টি দেখা দিয়েছে।

Powered by themekiller.com