Breaking News
Home / Breaking News / কবি সারমিন জাহান মিতুর কবিতা “১০৩° তাপমাত্রায় “

কবি সারমিন জাহান মিতুর কবিতা “১০৩° তাপমাত্রায় “

১০৩° তাপমাত্রায়

সারমিন জাহান মিতু

২৪-৫-২০২২

হাত-পায়ের বাহ্যিক আচরণ গুলো আমার সঙ্গে প্রতারণা করছিল,

টলমল শরীর নিয়ে আমি ঘুমের অতলে তলিয়ে গেলাম।

স্বপ্নপুরীর দেবির হাজার স্বপ্ন আমার অচেতন মনে তোলপাড় করছে,

মেঠোপথের দুপাশে সারি সারি সোনালী ধান যেন কার্তিকের নবান্নের উৎসব।

আসমান থেকে নেমে স্বর্গের সিঁড়ি আমার মুখ দর্পনে- পিছনে দেখে নিলাম দগ্ধ জীবনের ইতিহাস,

স্বর্গের সিঁড়ি আমার পদার্পণে দুলতে দুলতে আসমান পেরিয়ে বহুদূরে নিয়ে চলছে – দুপাশে গোলাপি আর সাদা ফুলে কেউ যেন সাজালো এ পথযাত্রা।

আমার কিন্তু তখনও তোমার জন্য মন কেমন করছে – আমি মনের চোখে চোখ রাখলাম,

ঐ দূরের গোলাপ ফুলের বাগিচায় যে গুন গুন মিষ্টি সুর – ওটা আমার বেশ চেনা- প্রতিদিনের অভ্যাসের মতো আমাকে জড়িয়ে রাখে- আমি ছুটলাম সে সুরের মূর্ছনায়।

কিন্তু স্বর্গে ভালোবাসার পাপের প্রায়শ্চিত্ত আছে প্রশ্রয় নেই – আমি থেমে গেলাম মধ্য পথে,

সবুজ পাহাড়ের গা বেয়ে যে ঝর্ণা ধারা প্রবাহিত- দেখলাম সেখানে তুমি পবিত্র স্নানে মগ্ন – আমি হতবাক হয়ে তাকিয়ে।

তোমার ভেজা শরীর জুড়ে তখন পবিত্র সুরভিত সুরভি – আমি তখন নিজেকে মৃত বলে দাবি করলাম,

প্রচন্ড এক তাপদহনে জ্বলে যাচ্ছে আমার শরীর – আমি জেগে উঠলাম ১০৩° তাপমাত্রায় জ্বরের ঘোরে তবুও তখন তোমার অপেক্ষায়।

Powered by themekiller.com