Breaking News
Home / Breaking News / সদরের চান্দ্রা চৌরাস্তায় দীর্ঘদিনের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে প্রশংসায় চাঁদপুর জেলা পরিষদ।

সদরের চান্দ্রা চৌরাস্তায় দীর্ঘদিনের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে প্রশংসায় চাঁদপুর জেলা পরিষদ।

মোঃ হোসেন গাজী।।

চাঁদপুর সদর উপজেলার ১২ নং চান্দ্রা ইউনিয়নের চান্দ্রা চৌরাস্তায় দীর্ঘদিন যাবৎ জেলা পরিষদের সরকারি ভূমির উপর অবৈধভাবে নির্মিত দোকানসহ স্থাপনা অভিযানের মাধ্যমে উচ্ছেদ করে প্রশংসায় ভাসছেন জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব ওচমান গণি পাটওয়ারী, সচিব মিজানুর রহমানসহ পুরো জেলা পরিষদ।

১৬ মে সোমবার দিনব্যাপী অবৈধ দখলদারদের তোপের মুখে অত্যান্ত সাহসিকতার সাথে এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।

জানা যায়, এই উচ্ছেদ অভিযানে অবৈধভাবে দখলকৃত ২২০ ফুট জায়গায় গড়ে উঠা ১৬ টি দোকান উচ্ছেদ করা হয়। অভিযোগ ছিলো হরিনা ঘাট-ভাটিয়ালপুর সড়কের পাশে এসব ভূমি দীর্ঘদিন অবৈধ দখলদাররা দোকান-পাট উঠিয়ে ভোগদখল করে আসছিলো। কিন্ত সরকারের বিধি মোতাবেক তাদেরকে সতর্ক করা সত্ত্বেও জেলা পরিষদ থেকে কোনরূপ লিজ গ্রহন করেনি। যেজন্য অবৈধ দখলদারদের বিরুদ্ধে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

এদিনে অভিযানে অংশ নেয় চাঁদপুর সদরের সহকারী কমিশনার (ভূমি) মোঃ হেলাল চৌধুরী,চাঁদপুর জেলা পরিষদের সার্ভেয়ার নাছির উদ্দীন, প্রশাসনিক কর্মকর্তা শেখ মহিউদ্দিন রাসেল, চাঁদপুর সদরের ভূমি অফিসের কানুনগো মোঃ খাদেমুল ইসলাম,জেলা পুলিশ ও ফায়ার সার্ভিসের টিমসহ অন্যান্যরা।

Powered by themekiller.com