Breaking News
Home / Breaking News / কবি সারমিন জাহান মিতুর কবিতা “মাকে মনে পড়ে “

কবি সারমিন জাহান মিতুর কবিতা “মাকে মনে পড়ে “

” মাকে মনে পড়ে ”
– সারমিন জাহান মিতু
১৩/৫/২০২২

বিষন্ন এই মনে,
ঈদ বলতে আমার শুধু মাকে মনে পড়ে।
কতোটা কাল হয়নি দেখা
তোমার -আমার সনে।
পাশের বাড়ির ছোট্ট খুকি
মায়ের সাথে কতো বায়না ধরে।
অপলকে তাকিয়ে থাকি,
লুকিয়ে চোখের অশ্রু মুছে বড়ো হলাম ভাবি।
বয়সটা আমার বেড়ে গেছে,
অস্তপারের সন্ধ্যাতারায় লুকোচুরি খেলি।
এই বুঝি মা বলছে আমায় আমার খুকি এলি।
এঘর হতে ওঘরে যাই কোথায় তুমি খুঁজে বেড়াই,
একলা তোমার আমি।
ঈদ বলতে শূন্য ঘরে,
ক্ষীর পায়েস আর আমার আমি।
জীবনটা এক গোল পাকানো হরহামেশাই যেমন তেমন,
আজকে কেনো শুধুই তবে মাকে মনে পড়ে।
মা যে আমায় আপন হাতে সাজিয়ে দিতো যতন করে,
সেই স্মৃতিটা বুকের ভেতর আটকে পুড়ে মরে।
মাকে মনে পড়ে,
আমার মাকে মনে পড়ে।
তোমার দেয়া কুর্তিটা আজও যত্নে রাখা ডোরে।
কেউ বলে না আমার খুকি
লাল ফ্রকে বাঁধিস ঝুটি,
রাঙা দুটি ঠোঁটে।
আয়নাতে আর এই আমাতে হয়না ঈদের সাজ,
চোখের জলে ভাবনা গুলো ভিজছে সারারাত।
তোমার সাথে আড়ি হলো দীর্ঘ কতো মাস,
তবুও আমার এমন দিনে তোমায় মনে পড়ে।
মাকে মনে পড়ে,
আমার মাকে মনে পড়ে।

Powered by themekiller.com