Breaking News
Home / জাতীয় / অপেক্ষায় ছিলে তুমি

অপেক্ষায় ছিলে তুমি

অপেক্ষায় ছিলে তুমি
-মো.হুমায়ুন কবির

আমার আসার কথা ছিলো
তাই অপেক্ষায় ছিলে তুমি।
স্রোতস্বিনীর নীল জলে
ভেসে বেড়িয়েছো সারাবেলা।
পড়নে ধবল শাড়ি,
খোঁপায় বেলীফুলের মালা।
তাকিয়ে থেকেছো অগাধ জলে
হংস মিথুনের প্রেমের ভেলায়।
দেখেছো দূর নীলিমায়
মায়াবী পাখির ঝাঁক
রঙিন পাখির কূজন,
শুনেছো পরিযায়ী পাখির আর্তনাদ।
নীলিমার নীল চাদরে
তুলো মেঘের আঁচড়ে
লিখছো প্রেমের কাব্য
নীল জোসনায় করেছো অবগাহন।
অগনিত নক্ষত্রের মেলায়
মিটিমিটি তারার আলোয়
খুঁজেছো আমায়।
ছুটে গেছো সুদূর সমুদ্রের
গাঢ় নীল জলে
সফেদ ফেনায় খুঁজেছো আমায়।
আমার আসার কথা ছিলো
তাই, তুমি বৃক্ষের সবুজ পল্লব মর্মরে
শুনেছো ভালবাসার সংগীত।
শাল পিয়ালের গহীন অরণ্যে
ঝরা পাতার বিলাপ শুনেছো
ভোরের শিউলি আর বিকেলের বকুল
কুড়িয়ে গেঁথেছো মালা,
নিজেকে সাজিয়েছো প্রেমের আকুলতায়।
আমার আসার কথা ছিলো তাই
পায়ের কোমল পাতায় ঘাসের শিশির ভেঙেছো
শুনেছো কুয়াশার নীরব ক্রন্দন।
আমার আসার কথা থাকলেই
তোমার চোখের ঝর্ণা গলে
পৃথিবীতে আরেকটি নদীর সৃষ্টি হয়…….!
১৯.০৩.২০২২

Powered by themekiller.com