Breaking News
Home / Breaking News / কবি রিটন মোস্তফা রিটন এর দুর্দান্ত কবিতা”বলিরেখা “

কবি রিটন মোস্তফা রিটন এর দুর্দান্ত কবিতা”বলিরেখা “

বলিরেখা
– রিটন মোস্তফা

যেখানে তোমার অস্তিত্ব নেই
সেখানে আমি আমাকে পাইনি
যাকে পেয়েছি, সে অন্য কেউ
অন্য কোন দিকভ্রান্ত পথিক মাত্র।

যেন সামুদ্রিক ঝুনক খোলশ ভেঙে
পড়ে আছে কোন দূর শুষ্ক সিমান্তে।
অস্তে লেগে আছে পথের ক্লান্তি
দেহাবশেষে স্পষ্ট ভুল পদের বলিরেখা।

আমি আয়ানাতে যাকে দেখতে উম্মুখ
সে আমি ছিলাম না, ছিল বিকৃত সুখ
অজান্তেই প্রতিচ্ছবিতে স্পষ্ট অসুখ
তবুও খুঁজেছি বার বার- আসলে আমি কে?

বহুদিন হলো মানুষের ভীরে
মানুষ গুলোকে শকুন মনে হয়।
সেখানে নিজের ছায়াটাই আশ্চর্য
আমার ছায়াতে স্পষ্ট ভাল্লুক চিত্র।

মরুতে মরুদ্যান নয়, জীবনের স্তরে
একটা ছোট খাট বাগান হলেই দুর্দান্ত
অথচ, এখানে নদী আছে জল নেই
কঙ্কালের মত মনে হয় প্রতিটি যুগল।

জীবন বিপন্ন যখন তোমাতে
তখন পৃথিবীটা তুচ্ছ মৃত্তিকা ।
নিঃশ্বাস যেন বিষাক্ত বাতাস
যন্ত্রণা তখন শুধুই এই বেঁচে থাকা।

error: Content is protected !!

Powered by themekiller.com