Breaking News
Home / Breaking News / চাঁদপুর গাছতলায় লীজকৃত সম্পত্তি নিয়ে বিভ্রান্তি সৃষ্টি ব্যবসায়ীকে হয়রানির অভিযোগ

চাঁদপুর গাছতলায় লীজকৃত সম্পত্তি নিয়ে বিভ্রান্তি সৃষ্টি ব্যবসায়ীকে হয়রানির অভিযোগ

চাঁদপুর প্রতিনিধিঃ
চাঁদপুর সেতু সংলগ্ন গাছতলা এলাকায় সরকারি লীজকৃত সম্পত্তি নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করে বালু ব্যবসায়ী লিটন পাঠানকে হয়রানি করছে বলে অভিযোগ উঠেছে।
ব্যবসায়িক ভাবে ক্ষতিগ্রস্ত ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার লক্ষ্যে প্রতিপক্ষরা প্রশাসনকে বিভ্রান্তিমূলক ভুল তথ্য দিয়ে অপপ্রচার চালাচ্ছে।
বালুর ব্যবসায়ী লিটন পাঠান অভিযোগ করে বলেন, চাঁদপুর ব্রিজ সংলগ্ন মেরিন একাডেমীর সামনে ডাকাতিয়া নদীর পাড়ে ২১ শতাংশ সম্পত্তি ৯৯ বছরের জন্য জেলা প্রশাসক কাছ থেকে লিটন পাঠান লিজ গ্রহণ করেন।
সরকারি কোষাগারে টাকা দিয়ে লিজ নিয়ে ১৭ বছর যাবৎ ব্যবসা করে আসছে।
কিন্তু প্রতিপক্ষরা ষড়যন্ত্র করে ব্যবসায়িক ভাবে ক্ষতিগ্রস্ত করার লক্ষ্যে লিজকৃত সম্পত্তির জোরপূর্বক দখল করে রাখা হয়েছে এই অপপ্রচার চালিয়ে বিভ্রান্তি করছে।
এতে করে সামাজিক ও মানসিক ভাবে হেয় প্রতিপন্ন হওয়ায় প্রতিপক্ষের বিরুদ্ধে তীব্র নিন্দা জ্ঞাপন করেন।
স্থানীয় এলাকাবাসী জানান, দীর্ঘ বছর যাবত লিটন পাঠান ব্যবসা করে আসছে। তার এই ব্যবসার ঈর্ষান্বিত হয়ে পাঠানবাড়ির কয়েকজন লিটন পাঠানের বিরুদ্ধে উঠেপড়ে লেগেছে। তারা প্রশাসনকে মিথ্যা তথ্য দিয়ে এনে তাকে হয়রানি করেছে। মূলত ৯৯ বছরের জন্য জেলা প্রশাসকের কাজ থেকে লিটন পাঠান লিজ নিয়ে সেখানে ব্যবসা পরিচালনা করছেন।
তাই এই অপপ্রচার করায় তীব্র নিন্দা জানিয়ে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জোর দাবি জানান।

Powered by themekiller.com