Breaking News
Home / Breaking News / নদী কেন্দ্রীক অপরাধ দমনে কাউকে প্রশাসন ছাড় দিবেনা.. ..নৌ পুলিশের অতিরিক্ত আইজিপি মোঃ সফিকুল ইসলাম

নদী কেন্দ্রীক অপরাধ দমনে কাউকে প্রশাসন ছাড় দিবেনা.. ..নৌ পুলিশের অতিরিক্ত আইজিপি মোঃ সফিকুল ইসলাম

মোহাম্মদ সিন্টুঃ
নৌ পুলিশের অতিরিক্ত আইজিপি মোঃ সফিকুল ইসলাম বলেছেন, নদী কেন্দ্রিক অপরাধ আমাদের জানা আছে, আমরা যখন নদী নিয়ে কাজ করি এখানে কারা অপরাদ করে তা প্রতিরোধ ব্যবস্থা নেয়া হচ্ছে। বিগত বছর গুলোর চেয়ে বর্তমানে মাছ উৎপাদন অনেকটা এগিয়ে রয়েছে। বিশেষ করে মাছ উৎপাদনে বিশ্বের মধ্যে তৃতীয় স্থানে রয়েছে। দেশে ৮৬ ভাগ ইলিশ উৎপাদন হয়ে থাকে। আপনারা হয়তো জানেন, শীতকালীন সময়ে হাজার হাজার টন ইলিশ ধরা পড়ছে। এতে বুজা যায় ইলিশের উৎপাদন বৃদ্ধি পেয়েছে। তিনি ৯ মার্চ জাটকা সংরক্ষণ অ‌ভিযান ২০২২ (মার্চ-৩০ এ‌প্রিল) উপল‌ক্ষে ৯ মার্চ বুধবার সকাল ১০টায় চাঁদপু‌রের মতলব উত্ত‌রের ষাটন‌ল পর্যটন মাঠে মত‌বি‌নিময় সভা ও সভা থে‌কে নৌ র‌্যা‌লি অনু‌ষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা গুলো বলেন। তিনি আরো বলেন, ইলিশ উৎপাদনে সরকার মার্চ এপ্রিল দু মাস ইলিশ প্রজনন কেন্দ্র গুলোকে অভয়াশ্রমের আওতায় আনা হয়। এ সময় নদী এলাকায় কোনো প্রকার জাল ও কোনো ধরনের মাশ শিকার করতে পারবে না কোনো জেলে। আমরা অনেকেই অভয়াশ্রমের বিধিনিষেধ মানিনা, মানতে চাইনা, অনেকই বিভিন্ন অজুহাত দেখায়। যার ফলে আমাদের বিড়ম্বনায় পড়তে হয়। বিশেষ করে মুন্সিগঞ্জে উৎপাদিত নিষিদ্ধ কারেন্ট জাল উৎপাদন বন্ধে সরকার কিছু প্রক্রিয়া নিয়েছে, আমরা আশা করি কারেন্ট জাল বন্ধ করা সম্ভব হবে। কারেন্ট জাল ও বেহুন্দী জাল বন্ধ হলেই ইলিশ উৎপাদন আরো বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। চলতি বছর গত দু মাসে ১৬.৩ কোটি মিটার এর বাজার মুল্য ৩শ ৫২ কোটি টাকা। মুলতঃ প্রশাসনের একার পক্ষে প্রতিরোধ ব্যবস্থা সম্ভব নয়, প্রশাসনের পাশাপাশি স্থানীয় গণমান্য ও সচেতন ব্যক্তিরা প্রতিরোধ ব্যবস্থা গ্রহন করা হলে ইলিশ উৎপাদন আরো বৃষ্টি পাবে। এদিকে চাঁদপুরে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেছেন, বর্তমান সময়ে চাঁদপুরে ৪৪ হাজার ৩৫ জন জেলে রয়েছে, গত বছরের তুলনায় কম, কেউ হয়তো এ কর্ম ছেড়ে অন্য কর্মের সাথে জড়িত হয়ে গেছে, কেউ মারা গেছে। আবার হয়তো আগামীতে এর সংখ্যা বাড়তে পারে। অভয়াশ্রম চলাকালীন সময়ে সরকারীভাবে জেলেদের খাদ্য সহায়তা করা হয়ে থাকে, ইতিমধ্যে অধিকাংশ জেলেদের আমরা খাদ্য সহায়তা করেছে, তবে চালের সাথে কিছু নগদ অর্থ দেয়ার প্রস্তাব করা হয়েছে। সরকার এটা নিয়ে ভাববেন বলে আমি আশাবাদী। তিনি আরো বলেন, মুন্সিগঞ্জে উৎপাদিত কারেন্টজাল কারখানা গুলো বন্ধ করার প্রক্রিয়া গ্রহন করেছে সরকার।
চাঁদপুর নৌ অঞ্চ‌লের পুলিশ সুপার মোহ‌াম্মদ কামরুজ্জামানের সভাপ‌তি‌ত্বে ও নৌ পু‌লিশ হেড‌কোয়ার্টারে সিনিয়র সহকা‌রি পু‌লিশ সুপার শিবলী কায়সারের প‌রিচালনায় , অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার সুদীপ্ত রায়, জেলা মৎস‌্য কর্মকর্তা গোলাম মে‌হেদী হাসান, ১নং ষাটনল ইউ‌নিয়ন প‌রিষ‌দের চেয়‌ারম‌্যান ফের‌দৌস আলম,
নৌযান শ্রমিক নেতা সবুজ শিকদার, সাংবা‌দিক সামছুজ্জামান ডলার, জেলা নৌযান ফেডা‌রেশ‌নের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সর্দার, জেলা মৎস‌্যজীবী লী‌গের সাধারণ সম্পাদক মা‌নিক দেওয়ান মতলব উত্তর আওয়ামী মৎস‌্যজীব‌ী লী‌গের সভাপ‌তি ওমর আলী প্রধান।

Powered by themekiller.com