Breaking News
Home / Breaking News / কবি রুপা ইসলাম এর দুর্দান্ত কবিতা “বিশ্বাসের ভিত্তি”

কবি রুপা ইসলাম এর দুর্দান্ত কবিতা “বিশ্বাসের ভিত্তি”

বিশ্বাসের ভিত্তি
রুপা ইসলাম
————————
ভালবাসা মানে একটা মধুর সম্পর্ক
মানুষে মানুষে বিশ্বাসের ভিত্তি,
ভালোবাসা শুধু নর-নারীর প্রেমের মধ্যে সীমাবদ্ধ নয়
মানুষের সঙ্গে মানুষের সম্পর্কের মধ্যে ভালবাসার প্রকাশ ঘটে!
ভালবাসা অনেক রকমেরই হয়
একটা কুকুর কিংবা বিড়াল পুসলেও,
তার প্রতিও ভালবাসার ঘাটতি থাকে না
ভালবাসা কেবল যত্নেই বেড়ে ওঠে!
একটা গাছের যত্ন নিয়ে দেখো
গাছটি খুব দ্রুত বেড়ে উঠবে,
মানুষের ভালবাসা গুলো এরকমই
কাউকে যত্ন করে দেখো খুব মায়া মমতায় আগলে রাখবে!
এক একজনের ভালবাসা এক এক রকম
কারোটা নরম মনের কারোটা শক্ত মনের,
ভালবাসার বহিঃপ্রকাশ সবার মাঝেই ঘটে!
তুমি মন থেকে কাউকে ভালবেসে দেখো
দেখবে সেখানে কোন দৈহিক চাহিদা
বা লাভ ক্ষতির হিসাব হয়না,
শুধুই ভালবাসা আর বিশ্বাস থাকে!
ভালবাসা ভালবাসাই এর অনুভূতি গুলো
সব সময় একই রকম থাকে,
হয়তো বাস্তবতার বেড়াজালে আটকে গিয়ে
বিছিন্ন হয় কোন কোন ভালবাসা!
এইবাস্তবতার কারনেই দুটি মনের ইচ্ছা গুলো
বেদনার জালে আটকে পড়ে,
ভালবাসা চাইলেই খুব সহজে পাওয়া যায়না
অনেক কষ্ট আর ত্যাগের মধ্যে দিয়েই ভালবাসার জয় হয়!
আবার চাইলেই যে কাউকে ভালবাসা যায়না
যার কাছে, তার হাসি,কথা,সুর চলন-
তার দুষ্ট চোখের মায়াবী পলক সুন্দর মন আর মমতায় ভরা হৃদয় আছে
তাকেই মনে প্রানে ভালবাসা যায়!
ভালবাসায় নিজেকে বিসর্জন দেওয়ার নাম জীবন নয়
ভালোবেসে ভালোবাসা কে ধরে রাখার নামই জীবন,
লড়াই করে নিজেকে প্রতিষ্ঠিত করার নামই জীবন!
হয়তো এ ভালোবাসা কারো জীবনে সুখের স্বর্গ
আর কারো জীবনে দুঃখের নরক,
তাই নিজের ভালোবাসা নিজেকেই প্রতিষ্ঠিত করে নিতে হয়!

Powered by themekiller.com